ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে বরগুনার বেতাগী পৌর শহর

প্রকাশিত: ০৩:৪৭, ৭ মে ২০১৬

হুমকির মুখে বরগুনার বেতাগী পৌর শহর

নদী ভাঙ্গন থেকে রক্ষার্থে নদীপাড়ে দেয়া ব্লক ধসে পড়ায় হুমকির মুখে পড়েছে বরগুনার বেতাগী পৌর শহর। ব্লক সরে যাওয়ায় বিষখালী নদীর খরস্রোতে আবারও ভাঙ্গন শুরু হয়েছে নদীপাড়ে।এই মুহূর্তে ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হবে বেশকিছু সড়ক ও বেতাগী উপজেলা পরিষদ ভবন। অবশ্য, পানি উন্নয়ন বোর্ড শীঘ্রই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। ২০১১ সালে বিষখালী নদীর ভাঙ্গন থেকে বেতাগী পৌর শহরকে রক্ষায় নদীপাড়ে ব্লক ফেলে পানি উন্নয়ন বোর্ড। গত ৫ বছর এই ব্লক নদী ভাঙ্গন থেকে রক্ষা করেছে বেতাগীবাসীকে। কিন্তু গত বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে ব্লক ধসে পড়ে হাসপাতাল, লঞ্চঘাট ও খাদ্য গুদাম এলাকায়। ইতোমধ্যে হাসপাতাল ও লঞ্চঘাট এলাকায় শুধু ব্লক নয় বেতাগী বাজারের কিছু দোকানও নদীগর্ভে চলে গেছে। অনেকেই বাঁশ ও কাঠের বেড়া তৈরি করে চেষ্টা করছেন ভাঙ্গন প্রতিরোধের। এলাকাবাসীর আশঙ্কা এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে তীব্র ভাঙ্গনের কবলে পড়বে বেতাগী। পানি উন্নয়ন বোর্ড জানায়, এই মুহূর্তে অস্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় ২০ লাখ ও স্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় ১ কোটি টাকা দরকার। -স্টাফ রিপোর্টার
×