ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী দম্পতি হত্যা মামলার শুনানি শুরু

প্রকাশিত: ০৩:৪২, ৭ মে ২০১৬

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী  দম্পতি হত্যা মামলার শুনানি শুরু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী দম্পতি হত্যা মামলার শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান হোসের সান্তা ক্লারা কাউন্টি কোর্টে মামলাটির শুনানি হয়। নিহত দম্পতির দুই ছেলে হাসিব বিন গোলাম রাব্বি (২২) ও ওমর বিন গোলাম রাব্বিকে (১৭) এ সময় আদালতে হাজির করা হয়। খবর ওয়েবসাইটের। তাদের বিরুদ্ধে খুনের দুই ধরনের অভিযোগ আনা হয়েছে বলে স্থানীয় পত্রিকা সান হোসে মারকিউরি নিউজ জানিয়েছে। শুনানির সময় ‘অপ্রাপ্তবয়স্ক’ ওমরকে আদালতের এজলাসের বাইরে এমনভাবে রাখা হয়েছিল, যেন বিচারক শ্যারন এ চাটম্যান ছাড়া কেউ তাকে দেখতে না পায়। আদালতে দুই ভাই-ই নিজেদের নির্দোষ দাবি করেছে। গত ২৪ এপ্রিল সান হোসে নিজেদের বাড়ি থেকে গোলাম রাব্বি (৫৯) ও তার স্ত্রী শামীমা রাব্বির (৫৭) লাশ উদ্ধার করে পুলিশ। বাবা-মাকে খুনের অভিযোগে পরে তাদের দুই ছেলেকে গ্রেফতার করা হয়। ক্যালিফোর্নিয়ায় নিহত গোলাম রাব্বি ও তার স্ত্রী শামীমা রাব্বি। ক্যালিফোর্নিয়ায় নিহত গোলাম রাব্বি ও তার স্ত্রী শামীমা রাব্বি। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তদন্ত কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে বড় ছেলে হাসিব তার বাবা গোলাম রাব্বিকে খুনের কথা স্বীকার করলেও, মা’কে হত্যার বিষয়টি অস্বীকার করেছে। তবে বাবা-মা দুজনকেই বড় ভাই হাসিব খুন করেছে বলে ওমর জানিয়েছে। অভিযোগের সমর্থনে বিস্তারিত প্রমাণ না পাওয়ায় দুই ভাইয়ের বিচার কাজ মাসখানেক পিছিয়ে যেতে পারে বলে হাসিবের আইনজীবী সান হোসে মারকিউরি নিউজকে জানিয়েছেন। পেশায় প্রকৌশলী গোলাম রাব্বি (৫৯) এবং হিসাবরক্ষক শামীমা (৫৭) সান হোসের এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য ছিলেন। বগুড়ার সন্তান রাব্বি ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে খ্যাতি অর্জনকারী ‘এমদাদ এ্যান্ড সিতারা খান ফাউন্ডেশনের’ চেয়ারপার্সন সিতারা খানের ছোট ভাই। গোলাম রাব্বির সঙ্গে শামীমার বিয়ে হয় ১৯৮২ সালে। বিয়ের পর স্ত্রীকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যান রাব্বি। সেখানেই তাদের দুই ছেলের জন্ম।
×