ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুঁশিয়ারি মেরকেলের

সীমান্ত রক্ষা না করলে মাথাচাড়া দেবে জাতীয়তাবাদ

প্রকাশিত: ০৩:৪২, ৭ মে ২০১৬

সীমান্ত রক্ষা না করলে মাথাচাড়া দেবে জাতীয়তাবাদ

জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল বৃহস্পতিবার ইউরোপিয়ান নেতাদের ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সীমান্ত রক্ষার আহ্বাান জানিয়েছেন। অন্যথায় জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ অভিবাসন সঙ্কট মোকাবেলায় ইউরোপ যখন লড়াই চালিয়ে যাচ্ছে মেরকেল তখনই এই হুঁশিয়ারি দিলেন। খবর এএফপির। ইতালির রাজধানী রোমে মেরকেল ও সিনিয়র ইইউ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বে দু’দিনব্যাপী শুরু হওয়া বৈঠকে জার্মান নেতা বলেন, ইউরোপকে অবশ্যই ‘ভূমধ্যসাগর থেকে উত্তর মেরু’ পর্যন্ত এর সীমান্ত রক্ষা করতে হবে। তা না হলে ইউরোপকে অবশ্যই রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। ইউরোপের বেশ কয়েকটি দেশে অভিবাসনবিরোধী দলগুলোর প্রতি জনসমর্থন ক্রমান্বয়ে বেড়েই চলছে। গত বছর ১০ লাখেরও বেশি মানুষ অভিবাসনবিরোধীদের দলভুক্ত হয়েছে। অস্ট্রিয়ায় অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে প্রথম পর্বে বিজয়ের পর গত ২২ মে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রিডম পার্টির নেতা নর্বাট হোফার বিজয়ী হতে পারেন ধারণা করা হয়েছিল। রেনজির সঙ্গে এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, ইউরোপের চলাচলের স্বাধীনতা হুমকির সম্মুখীন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮ হাজার পাঁচ শ’রও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছে। বিতর্কিত ইইউ-তুরস্ক চুক্তি ও গ্রীস থেকে বলকান রুট বন্ধ করে দেয়ার কারণে ইতালি আবারও ইউরোপে আগত অভিবাসনপ্রত্যাশীদের প্রধান প্রবেশদ্বারে পরিণত হলো। পূর্বের বছরগুলোতে দেখা গেছে, অনেক অভিবাসনপ্রত্যাশী ইতালি হয়ে ইউরোপের অন্য দেশগুলোর দিকে অগ্রসর হতো।
×