ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়পুরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত-৬

প্রকাশিত: ০২:১০, ৬ মে ২০১৬

রায়পুরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত-৬

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় শিশু ও নারী সহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার চরবংশী গ্রামের শওকত আলী গাজী জমাদার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিশুসহ চার নারীকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত সুফিয়া ও রহিমা বেগম জানান, বৃহস্পতিবার সকালে চরবংশী গ্রামের প্রবাসী হারুন জমাদারের নব নির্মিত বিল্ডিংয়ে পানি দেয়াকে কেন্দ্র করে তার স্ত্রী রাবেয়া বেগমের সাথে প্রতিবেশী খোরশেদ জমাদারের স্ত্রীর ঝগড়া হয়। এঘটনাকে কেন্দ্র করে শুক্রবার খোরশেদ আলমের স্ত্রী রহিমা বেগম তার ছেলেকে সাথে নিয়ে আবার রাবেয়া বেগমের বোন সুফিয়া বেগমের ওপর হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের শওকত আলী গাজী জমাদারের মেয়ে খাদিজা আক্তার (১৪), হাজেরা বেগম (১০) ছেলে কাউছার (১৯) হারুন জমাদারের স্ত্রী বাবেয়া (৪০) এবং খোরশেদ জমাদারের স্ত্রী রহিমা বেগমও আহত হন। অভিযুক্ত রহিমা বেগম হামলার কথা অস্বিকার করে বলেন, আমার প্রতিপক্ষরা তুচ্ছ ঘটনা নিয়ে আমার ওপর হামলা করে উল্টো আমাকে দুষছেন। তারাই আমাকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ দেওয়ান বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পেলে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
×