ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রডের বদলে ‘বাঁশ’ দেওয়া ঠিকাদার গ্রেফতার

প্রকাশিত: ২৩:০৫, ৬ মে ২০১৬

রডের বদলে ‘বাঁশ’ দেওয়া ঠিকাদার গ্রেফতার

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কৃষি অধিদপ্তরের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনার সঙ্গে জড়িত মূল আসামী মনি সিংকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকার মিরপুরের পল্লবী থেকে মূল আসামি ওই ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস জয় ইন্টারন্যাশনালের মালিক মনি সিংহকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। এর আগে গত ১২ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় মামলাটি করা হয়। উল্লেখ্য, এই ঘটনার অভিযোগে করা মামলায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনকে আসামি করা হয়।
×