ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিত্য পন্যের দাম বাড়ানো নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি কথা

প্রকাশিত: ২৩:০২, ৬ মে ২০১৬

নিত্য পন্যের দাম বাড়ানো নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি কথা

অনলাইন রিপোর্টার ॥ কৌশলে নিত্য পন্যের দাম বাড়নোর অভিযোগ রয়েছে বিক্রেতাদের বিরুদ্ধে। ক্রেতারা জানিয়ছেন গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে পেঁয়াজ-রসুন ও মাছ-মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অনেক ক্রেতাই মনে করছেন এটা বিক্রেটারদের একটা কৌশল। মূলত রমজান সামনে রেখে আগে থেকেই একটু একটু করে দাম বাড়ানো শুরু করেছেন। আমদানির অজুহাত দেখিয়ে কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ-রসুনের দাম। অন্যদিকে রাজধানীর বাজারে মাছের চালান কম আসায় মুরগির চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি বলে দাবি বিক্রেতাদের। এ সপ্তাহে ফার্মের মুরগির দাম কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে, গত সপ্তাহের বেড়ে যাওয়া দামেই এ সপ্তাহে বিক্রি হচ্ছে ডাল। বাজার ভেদে মসুর ডাল (দেশি) ১৭৫ টাকা, আমদানি ডাল ১৪৫ টাকা ও ক্যাঙ্গারু ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের পাঁচ টাকা বেশি দামের সঙ্গে এ সপ্তাহে আরও পাচ টাকা যুক্ত হয়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আর এক দফায় বৃদ্ধি পেতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন পাইকারি পেঁয়াজ বিক্রেতারা। কিছুটা দাম কমেছে আলুর। গত সপ্তাহের থেকে হালিতে দুই টাকা দাম বৃদ্ধি পেয়েছে ফার্মের ডিমের। গত সপ্তাহের বৃদ্ধি পাওয়া দামেই এ সপ্তাহেও বিক্রি হচ্ছে সবজি। শিম ৪৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পটল ৫০ টাকা, সব ধরনের শাক ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া (ফালি) ৩০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, ধনেপাতা ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা জাতভেদে ২৫ থেকে ৪০ টাকা, টমেটো ও করলা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
×