ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিজামীর রিভিউ খারিজ, যুক্তরাষ্ট্র প্রবাসীদের সন্তোষ

প্রকাশিত: ২০:১৪, ৬ মে ২০১৬

নিজামীর রিভিউ খারিজ, যুক্তরাষ্ট্র প্রবাসীদের সন্তোষ

অনলাইন ডেস্ক॥ যুদ্ধাপরাধী আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজে সন্তোষ জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। একাত্তরে বুদ্ধিজীবী হত্যার নেতৃত্ব দেওয়া আল বদর বাহিনীর প্রধান নিজামীর রিভিউ আবেদন বৃহস্পতিবার খারিজ করে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সব আইনি লড়াই শেষ হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন নিজামী, না পেলে শুরু হবে দণ্ড কার্যকরের ক্ষণ গণনা। এই যুদ্ধাপরাধীর রিভিউ আবেদন খারিজে আলাদা বিবৃতি দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউএস কমিটি ফর সেক্যুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্ক চ্যাপ্টার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, শ্রমিক লীগ, বস্টন নিউ ইংল্যান্ড আ. লীগ, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এসব বিবৃতিতে নিজামীর দণ্ড ‘দ্রুত কার্যকরের’ পাশাপাশি ‘ধরাছোঁয়ার বাইরে থাকা’ বদরপ্রধানের সহযোগীদেরও কাঠগড়ায় এনে ‘মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র’ চিরতরে নির্মূল করার আহ্বান জানানো হয়। ড. এম এ বাতেন, নূরনবী, জাকারিয়া চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার, ড. নূরন্নবী, শিতাংশু গুহ, ফাহিম রেজা নূর, স্বীকৃতি বড়ুয়া, অ্যাডভোকেট মোর্শেদা জামান, আব্দুর রহমান মামুন, আশরাফুজ্জামান, মো. ইউসুফ চৌধুরী, ইকবাল ইউসুফ, আতিকুর রহমান ও মোহাম্মদ জহিরএসব বিবৃতিতে স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন শিবিরকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান তারা।
×