ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্যাসের মূল্যবৃদ্ধি করলে আন্দোলন ॥ রিজভী

প্রকাশিত: ০৯:১৮, ৬ মে ২০১৬

গ্যাসের মূল্যবৃদ্ধি করলে আন্দোলন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গ্যাসের মূল্য বৃদ্ধি করলে এই গণবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিচারপতিদের পুরোপুরি নিয়ন্ত্রণ ও তাদের ওপর নগ্ন আগ্রাসন চালাতেই বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে তুলে দিতে চায় সরকার। এই আইন পাস হলে স্বাধীন বিচারকার্য পরিচালনায় বাধা সৃষ্টি হবে এবং মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। এ আইন পাস হলে সরকার পুরোপুরি বিচারপতিদের আচরণ নিয়ন্ত্রণ করবে। রুহুল কবির রিজভী বলেন, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ড. ওসমান ফারুকের কণ্ঠরোধ করতেই সরকারের নির্দেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের হাস্যকর অভিযোগ তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, দলের নেতা তাইফুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।
×