ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগের ঘোষণা দিলেন তুরস্কের প্রধানমন্ত্রী দাভুতোগলু

প্রকাশিত: ০৯:১৫, ৬ মে ২০১৬

পদত্যাগের ঘোষণা দিলেন তুরস্কের  প্রধানমন্ত্রী  দাভুতোগলু

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলতি মাসে পার্টির বিশেষ কংগ্রেসে তিনি পদত্যাগ করবেন। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে মতপার্থক্য ঘটায় তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। খবর বিবিসি অনলাইনের। এরদোগানের সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচীর সঙ্গে দাভুতোগলুর মতানৈক্য হচ্ছিল। এরই প্রতিক্রিয়ায় তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন। তবে দাভুতোগলু অবশ্য এ ধারণা নাকচ করে দিয়ে বলেছেন, কারও প্রতি ক্ষোভ বা বিরাগ থেকে নয় বরং ব্যক্তিগত কারণেই এ পদ ছেড়ে দেবেন। এ মাসের ২২ তারিখ ক্ষমতাসীন একে পার্টির কংগ্রেস শুরু হবে।
×