ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৮:৪২, ৬ মে ২০১৬

আওয়ামী লীগের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ আপীল বিভাগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার পর রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রায়কে স্বাগত জানিয়ে তারা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেন। দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেন, আপীল বিভাগে নিজামীর ফাঁসির রায় বহাল থাকার মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এদিকে, নিজামীর রায়কে কেন্দ্র করে সকাল ৯টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার পর তারা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এ্যাভিনিউ হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খদ্দর মার্কেটের সামনে সমাবেশ করে। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ নগর নেতা আবদুল হক সবুজ, কামাল চৌধুরী, হেদায়েতুল ইসলাম স্বপন, জিএম আতিক প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অপরদিকে, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জুরাইন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ওয়ার্ড কমিশনার আবুল কালাম অনু, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন। যুবলীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এক বিবৃতিতে বলেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে মৃত্যুদ- বহাল থাকায় জনগণের প্রতাশা পূরণ হয়েছে। আজ কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক ॥ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ দলের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আজ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে, আগামী রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। নাগরিক সমাবেশে ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তবুদ্ধি চিন্তার সকল শ্রেণী-পেশার জনগণকে উপস্থিত থাকার জন্য মোহাম্মদ নাসিম এমপি অনুরোধ জানিয়েছেন।
×