ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকে নতুন চার পরিচালক নিয়োগ

প্রকাশিত: ০৮:১৬, ৬ মে ২০১৬

ইসলামী ব্যাংকে নতুন চার পরিচালক নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংকে নতুন চার পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ইসলামী ব্যাংকের নির্ভরশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রস্তাবিত চার পরিচালকের নাম বাংলাদেশ ব্যাংকে পাঠানো হলে তা অনুমোদন করা হয়। নতুন নিয়োগ পাওয়া পরিচালকগণ হলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এম আযিযুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। এর আগে বাংলাদেশ ব্যাংক পরিচালক পদে তাদের অনুমোদন দেয়। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। জানা গেছে, ৪ জনের মধ্যে সামীম মোহাম্মদ আফজাল ছাড়া বাকি তিন জনেরই ব্যাংকিং খাতের অভিজ্ঞতা রয়েছে। অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে রূপালী ব্যাংকেও পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক ছিলেন। এ ছাড়া হেলাল উদ্দিন চৌধুরী ও এম আযিযুল হক দুজনই সাবেক ব্যাংকার।
×