ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৯, ৬ মে ২০১৬

ঝলক

‘আনফ্রেন্ড’ ইংল্যান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১০ শতাংশ ব্যবহারকারী ফেসবুক বন্ধুদের সঙ্গে যুক্ত থাকেন বলে নতুন এক জরিপে প্রকাশিত হয়েছে। সঙ্গে প্রতি সপ্তাহে তারা গড়ে ৪ জন ‘বন্ধু’কে ফ্রেন্ডলিস্ট থেকে মুছে ফেলেন বলেও জরিপে বলা হয়েছে। ভাউচারকোডসপ্রো নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ইংল্যান্ডের ২ হাজার ৫শ’ তরুণ-তরুণীকে নিয়ে ওই জরিপ চালায়। অংশগ্রহণকারীদের মধ্যে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়মিত ব্যবহারকারী এবং তাদের প্রত্যেকেরই সর্বনিম্ন পাঁচ বছর ধরে এ্যাকাউন্ট আছে। জরিপ থেকে জানা যায়, প্রতিজনের গড়ে ফেসবুক বন্ধুর সংখ্যা ৩২০। কিন্তু ‘নামে বন্ধু’ বলা এ ধরনের ফেসবুক বন্ধুকে মুছে ফেলার একটি প্রধান কারণ হলো তারা অনেক বেশি পোস্ট, ছবি এবং আপডেট দিয়ে থাকেন, এমন মত দিয়েছেন ২৭ শতাংশ অংশগ্রহণকারী। এছাড়া ফেসবুক বন্ধুদের মুছে ফেলার আরও কিছু সাধারণ কারণ হচ্ছে, সীমার বাইরে বা বিরক্তিকর কোন কিছু পোস্ট করা (১৮ শতাংশ উত্তরদাতার মতে), বাস্তব জীবনে বিরক্তকর হওয়া (১৪ শতাংশ উত্তরদাতার মতে), বেশি গ্রাফিক ল্যাংগুয়েজ ব্যবহার (১১ শতাংশ উত্তরদাতার মতে), কিভাবে তাদের পরিচয় হয়েছিল তা ভুলে যাওয়া (৮ শতাংশ উত্তরদাতার মতে)। ভাউচারকোডসপ্রোর মুখপাত্র জর্জ চার্লস বলেন, এই পদ্ধতিতে বন্ধু বানানো আসলে চমৎকার; কিন্তু বন্ধুকে মুছে দেয়ার নিয়মটা হতাশাজনক।- ইংলিশ ট্যাবলয়েড মিরর ২৭ কোটি ই-মেলের পাসওয়ার্ড হ্যাক ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় করার মতো ঘটনা। সম্প্রতি প্রায় ২৭ কোটির বেশি ই-মেল আইডির ইউজার নেম ও পাসওয়ার্ড হ্যাক হয়েছে। এসব ই-মেলের যাবতীয় তথ্য রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডে বিক্রির প্রক্রিয়াও প্রায় শেষ হয়েছে। এমন ঘটনার পর তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় ই-মেল ফাঁসের ঘটনা। যেসব মেল আইডির যাবতীয় তথ্য ফাঁস হয়েছে এর অধিকাংশই মেল আরইউ-এর (রাশিয়ার জনপ্রিয়তম ই-মেল সার্ভিস)। তবে গুগল, ইয়াহু, মাইক্রোসফট ই-মেল ব্যবহারকারীদের কিছু আইডিও হ্যাক হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছর আগে মার্কিন ব্যাঙ্কগুলোতে সাইবার হানার পর এটাই সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে মনে করা হচ্ছে। আরও মজার খবর হচ্ছে, হ্যাক হওয়া এইসব ই-মেল আইডি বিক্রি হচ্ছে ১ ডলারের কম দামে। মেল আরইউঁ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন পুরো বিষয়টির তদন্ত করবে। বিশেষজ্ঞরা বলছেন, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে হ্যাকাররা। কিছু কিছু ক্ষেত্রে পুরনো পাসওয়ার্ড রিকভার করে বেশ কিছু ই-মেল আইডি হ্যাক করা হয়েছে।-জিনিউজ
×