ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বিশাল-শেখর জুটির সুরসন্ধ্যা উচ্ছ্বসিত শ্রোতা

প্রকাশিত: ০৫:৪৭, ৬ মে ২০১৬

বিশাল-শেখর জুটির সুরসন্ধ্যা উচ্ছ্বসিত শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ বলিউডি ফিল্মের গানের সূত্র ধরে জুটি গড়া দুই শিল্পী। একসঙ্গে কাজ করেন সঙ্গীতের অনেক শাখায়। এ কারণেই দু’জনে খ্যাতি পেয়েছেন গানের কারিগর হিসেবে। একসঙ্গে ধারণ করেছেন সঙ্গীত পরিচালক, কম্পোজার, সুরকার ও গায়কের পরিচয়। বলিউডসহ ভারতের বিভিন্ন ভাষার ৬০টি ছবিতে ৩০০টিরও অধিক গান করে রেকর্ড করেছেন শিল্পীদ্বয়। বলিউডের ছবির সঙ্গীতায়োজনে নতুন শব্দ সৃষ্টি করে কুড়িয়েছেন বিপুল খ্যাতি। সেই সুবাদে এদেশের শ্রোতাদের কাছেও তাদের রয়েছে বিশেষ কদর কিংবা জনপ্রিয়তা। ভারতের হাল আমলের এই জনপ্রিয় শিল্পীদ্বয় হলেন বিশাল-শেখর জুটি। পুরো নাম বিশাল দাদলানি ও শেখর রাবজিয়ানি হলেও বিশাল-শেখর নামেই সবার কাছে পরিচিত। বৃহস্পতিবার রাজধানীর শ্রোতারা সুযোগ পেল এই জুটির গান শোনার। সুরেলা সন্ধ্যায় শ্রোতাদের একইসঙ্গে আলোড়িত ও উচ্ছ্বসিত করে রাখলেন গানের ফেরিওলা এই সঙ্গীত জুটি। এই জুটির সঙ্গে আসা গায়িকা শ্রুতি পাঠকের কনসার্টটি অনুষ্ঠিত হয় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে। ‘বিশাল এ্যান্ড শেখর লাইভ ইন ঢাকা ফিচারিং শ্রুতি পাঠক’ শিরোনামের এ কনসার্টের আয়োজন করে টাইম স্কয়ার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার। নানা বয়সী শ্রোতা থাকলেও তরুণ-তরুণীদের প্রাণপ্রাচুর্যে মুখর হয়ে ওঠে কনসার্ট আঙিনা। তারুণ্যের এমন উপস্থিতির কারণটা ছিল বিশাল-শেখর জুটি বলিউড সঙ্গীতে টেকনো সঙ্গীতেরও নবযুগের সূচনা করেছেন যা নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বিশাল জনপ্রিয়। কনসার্টের শুরুতেই ছিল দেশের দুই সঙ্গীতশিল্পীর পরিবেশনা। তারা হলেন হাসান মাহমুদ এবং চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী লুইপা। নজরুলের সুরের আশ্রয়ে শুরু হয় সঙ্গীতাসর। লুইপা গেয়ে শোনানÑ আমার আপনার চেয়ে আপন যে জন ...। বাউলসাধক শাহ আবদুল করিমের বসন্ত বাতাসে সই গো গানটি দিয়ে শেষ করেন পরিবেশনা। এরপর মঞ্চে আসেন হাসান মাহমুদ। গেয়ে শোনানÑ ‘ওরে নীল দরিয়া’, ‘আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম’ ও ‘ভালো আছি ভালো থেকো’। জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মজয়ন্তী উদ্্যাপন কর্মসূচী ॥ আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে ঢাকায়। ৮ মে বেলা ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ। ঢাকাসহ কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় তাঁর ১৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিনদিনব্যাপী কবির চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় কবির জন্মবার্ষিকী উদ্যাপন করবে। এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৮ মে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত হবে এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা। রবীন্দ্র সাহিত্য চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ এবং রবীন্দ্রসঙ্গীত চর্চায় বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী তপন মাহমুদকে দেয়া হবে আজীবন সম্মাননা। মেলা চলাকালে দুই গুণীজনকে সম্মাননা দেয়া হবে। ওই দিন বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রমেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশেষজ্ঞ, বরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ ও চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। সম্মাননাপ্রাপ্ত অপর গুণীজন তপন মাহমুদ বলেন, ৪৭ বছর ধরে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে আসছি। এ জন্য যে সম্মানিত হব তা ভাবতেও পারিনি। রবীন্দ্রসঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগ থাকায় এত বছর ধরে রবীন্দ্রসঙ্গীত কণ্ঠে ধারণ করে আসছি। তবে আমি এককভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেয়ে একত্রে মিলে মিশে পরিবেশনকে পছন্দ করি। ফরিদুর রেজা সাগর বলেন, ১১ বছরে পর্দাপণ করছে রবীন্দ্রমেলা। এবারের মেলায় নতুন নতুন অনেক কিছু থাকছে রবীন্দ্র মেলায়। এই মেলাকে কেন্দ্রকে করে তিন দিনব্যাপী রবীন্দ্রকেন্দ্রিক নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে চ্যানেল আই। বিকেল সাড়ে ৪টা থেকে মেলা শুরু হয়ে চলবে একটানা রাত ৮টা পর্যন্ত। সপ্তবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব ॥ বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে চলছে ৫ দিনব্যাপী সপ্তবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘দূর করো সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমির দিগন্তের পার’ সেøাগানে বুধবার সূচনা হওয়া উৎসবের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায়ও শ্রোতাদের উপস্থিতিতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। রবিরশ্মির শিল্পীদের সমবেত পরিবেশনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এছাড়াও রবিরশ্মির শিল্পীরা পরিবেশন করে ‘ঐ মহামানব আসে’ এবং ‘আমার বেলা যে যায়’ গান দুটি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে উৎসব। ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জš§দিনে এ উৎসব শেষ হবে।
×