ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাত গুণীর হাতে শিল্পকলা

প্রকাশিত: ০৫:৪৫, ৬ মে ২০১৬

সাত গুণীর হাতে শিল্পকলা

স্টাফ রিপোর্টার ॥ শিল্পের বিভিন্ন শাখার শিল্পীরা এদেশের প্রতিটি সংগ্রাম ও অর্জনে নানা ভূমিকা রেখেছেন। সেই সব শিল্পীদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করছে শিল্পকলা একাডেমি পদক। শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিল্পকলা পদক ২০১৫’ পেলেন ৭ গুণী। এ বছর এ পদক পেলেন নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন যন্ত্র সঙ্গীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল র্বাক আল্ভী ও কণ্ঠ সঙ্গীতে মিহির কুমার নন্দী। বৃহস্পতিবার পদকজয়ী শিল্পীদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তদের সম্মাননাস্বরূপ প্রদান করা হয় এক লাখ টাকা, গোল্ড মেডেল, সনদপত্র এবং ফুলের শুভেচ্ছা । এছাড়া তাদের উত্তরীয়ও পরিয়ে দেয়া হয়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি সচিব আক্তারী মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মান স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, আমাদের দেশের শিল্প সংস্কৃতি অনেক প্রাচীন ও সমৃদ্ধ। আমাদের এই লোকসংস্কৃতি ও ঐতিহ্যের যদি সঠিক রক্ষণাবেক্ষণ, সঠিক চর্চা ও বিকাশ ঘটাতে পারি তাহলে বিশ্ব সংস্কৃতিতে এটি অমূল্য সম্পদে পরিণত হবে। দল-মত-নির্বিশেষে অব্যাহত চর্চার মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য এ সময় তিনি সকলের প্রতি আহ্বান জানান। পদক প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিবলী ও নীপার পরিচালনায় রাঙিয়ে দিয়ে যাও, জন্মভূমি, ষড়ঋতু শীর্ষক ৩টি সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল সাংস্কৃতিক অনুষ্ঠানে ।
×