ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে অটো-ট্রাক সংঘর্ষে এক পরিবারের ৪ জনসহ নিহত ৮

প্রকাশিত: ০৫:৪১, ৬ মে ২০১৬

ময়মনসিংহে অটো-ট্রাক সংঘর্ষে এক পরিবারের ৪ জনসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং তিনজন আহত হয়েছে। এদিন ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ আটজন নিহত হয়। এছাড়া টাঙ্গাইলের গোহালিয়াবাড়িতে ট্র্র্রেন ও ট্রাকের সংঘর্ষে দু’জন, ফরিদপুরের ভাঙ্গায় অটোরিক্সা উল্টে স্কুলশিক্ষিকা, চট্টগ্রামে টেম্পোযাত্রী, সিলেটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পথচারী এবং চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক্টরচাপায় এক যুবক নিহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একজন ও সিলেটে পাঁচজন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোদারপুর গাছতলা নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে সিএনজি অটোরিক্সার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একই পরিবারের চারজনসহ ঘটনাস্থলেই আটজন নিহত হয়। সিএনজি আরোহীরা নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা গ্রাম থেকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিল। আর ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বেপরোয়া গতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। পুলিশ জানায়, নিহতদের নাম-পরিচয় জানা গেছে। এরা হলোÑ সিএনজি অটোরিক্সাচালক সাদেকুল ইসলাম (২০), সিএনজি অটোরিক্সার মালিক আশরাফুল ইসলাম (২০), সিএনজি অটোরিক্সার আরোহী শিরিন আক্তার (৩০), স্বামী কাজল ফকির (৪০), শিরিনের দুই শিশুসন্তান তাওহিদ (৪) ও তাহসিন (৫), শিরিনের ভাই উজ্জ্বল মিয়া (২৮), আব্দুল হাকিম (৪০)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পুলিশসহ স্থানীয় এলাকাবাসী সিএনজি অটোরিক্সার ভেতর থেকে আটজনের লাশ উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পুলিশ এসব লাশ কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির ট্রাকটি রাস্তার ওপর একটি কালভার্টে ঝাঁকুনি খেয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। দুর্ঘটনায় ট্রাকটি রাস্তার বাঁ-পাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকের সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ট্রাকের সঙ্গে আটকে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজির আরোহীদের চীৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে এসে যোগ দেয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীসহ পুলিশ সদস্যরা। নিহতরা তখনও কেউ কেউ সিএনজির ভেতরে বেঁচেছিল। উদ্ধারকর্মীরা সিএনজির ভেতর থেকে তাদের উদ্ধার করার আগেই একে একে মারা যায় সিএনজি অটোরিক্সার চালক ও মালিক ছাড়াও একই পরিবারের চারজন। পুলিশ লাশগুলো দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা রোকনুজ্জামান জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দুই শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল ॥ জেলার গোহালিয়াবাড়ি রেলক্রসিংয়ে ট্র্রেন ও ট্র্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে একজন। বৃৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ ট্রাকচালক মিহির আলী (৪৫) ও হেলপার ফজলু মিয়া (৩৮)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ভোর ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী রেলক্রসিংয়ে এসে পৌঁছে। একই সময় রেলক্রসিং পার হচ্ছিল একটি ট্র্রাক। এ সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্র্রাকের সংঘর্ষ হয়। ট্রাকে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত এবং অপর হেলপার সাইদুলকে (২৫) টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতের বাড়ি কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়িতে। চট্টগ্রাম ॥ নগরীর টাইগারপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক টেম্পোযাত্রী নিহত হয়েছে। তার নাম অলক বড়ুয়া (২৬)। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ জানায়, টেম্পোযাত্রী অলক বড়ুয়া ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের সত্যরঞ্জন বড়ুয়ার পুত্র। তিনি চকবাজার থেকে বারিক বিল্ডিং এলাকার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পরই টেম্পোর চালক ও সহযোগী পালিয়ে গেছে। পুলিশ বাহনটি থানা হেফাজতে নিয়েছে। সিলেট ॥ সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের কদমখাল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন (৩২) উপজেলার ভিত্রিখেল তেতইর তল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মজ্জা মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাজীপুর ॥ গাজীপুরে বৃহস্পতিবার ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে। তার নাম সরফরাজ আলী রনি (৩০)। সে নীলফামারী জেলার সৈয়দপুর থানার ড. কোফ্ফার রোড পূর্ব মুন্সীপাড়া এলাকার মৃত ইমতিয়াজ আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। চাঁদপুর ॥ হাজীগঞ্জ পৌর এলাকার বালুমহালে ট্রাক্টরচাপায় রুবেল হোসেন (৩০) নামে যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হাজীগঞ্জ বাজারের ডিগ্রী কলেজ রোডের ডাকাতিয়া নদীর পাড়সংলগ্ন বালুমহালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বালুমহাল মেসার্স ইকবাল ট্রেডার্সের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিল। সে পার্শ¦বর্তী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরপলকন এলাকার হাবীবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ফরিদপুর ॥ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা [জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থএড়ইধপশপপি আক্তার (৩০) নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পপি আক্তার ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার শামচুল হকের মেয়ে।
×