ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি

প্রকাশিত: ০৫:৩৮, ৬ মে ২০১৬

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ কুখ্যাত যুদ্ধাপরাধী, আলবদর নেতা ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদ-ের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, গণজাগরণ মঞ্চসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। তারা দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়ে বলেছেন, এ বিষয়ে অহেতুক কালক্ষেপণ দেশে সাম্প্রদায়িক জঙ্গীবাদের হুমকি আরও বাড়িয়ে দেবে। বাড়বে গুপ্তহত্যা। সারাদেশে আতঙ্ক ছড়াবে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হবে বলে মনে করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। পাশাপাশি যেসব রাজনৈতিক দল ও নেতা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। ওয়ার্কার্স পার্টির সন্তোষ ॥ কুখ্যাত যুদ্ধাপরাধী, আলবদর নেতা ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদ-ের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ রায়ে সন্তোষ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেছেন, এ রায় জাতির কাছে কাক্সিক্ষত ছিল। এর মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের রক্তের ঋণ শোধের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের প্রতিটি ধাপে জামায়াত নেতাদের অপরাধের সাজা প্রদানকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রীমকোর্ট একাত্তরের যুদ্ধাপরাধের জন্য সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী এবং তৎকালীন ইসলামী ছাত্রসংঘকে (বর্তমান ছাত্রশিবির) অপরাধী সাব্যস্ত করেছে। ফলে সংগঠন হিসেবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এ বিষয়ে অহেতুক কালক্ষেপণ দেশের জন্য সাম্প্রদায়িক জঙ্গীবাদের হুমকি আরও বাড়িয়ে দেবে। বিবৃতিতে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জঙ্গীবাদের বিরুদ্ধে গণসংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সত্য ও স্বাধীনতার জয় হয়েছে ॥ একাত্তরের বদরপ্রধান ও মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ হয়ে মৃত্য্যুদ- বহাল থাকায় সত্য ও স্বাধীনতার জয় হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। বৃহস্পতিবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা নারীর সম্ভ্রম বিনাশ, অগ্নিসংযোগ, লুটপাট, গণহত্যার মতো বর্বরতম কর্মকা- পরিচালনা করার পরও মিথ্যাচার-অপপ্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে বুক ফুলিয়ে অপরাধ ঢাকার অপচেষ্টা চালিয়েছিল। তাদের কুকর্মের কুখ্যাত হোতা বদরপ্রধান নিজামীর ফাঁসির রায় বহালে সত্য ও স্বাধীনতার পরবর্তী প্রজন্মের বিজয় হয়েছে। জামাত নিষিদ্ধের পথ সুগম হলোÑ ইমরান ॥ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। সকাল ৮টা থেকে আলবদর নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। গান, সেøাগান আর বক্তৃতার মধ্য দিয়ে অবস্থান কর্মসূচী চলে। বেলা সাড়ে এগারোটায় রিভিউ আবেদন খারিজের সংবাদে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করেন তারা। রায়ের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, মঞ্চ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে। এ রায়ে জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘসূত্রতার কারণে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী বাংলাদেশের জাতীয় পতাকা তার গাড়িতে ওড়াবার ধৃষ্টতা প্রদর্শন করেছিল। এ রায়ের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্থাপিত হলো যে, অপরাধী যত ক্ষমতাধরই হোক, তাকে শাস্তি পেতে হবে। অবিলম্বে জামায়াত নিষিদ্ধের দাবি ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় সুপ্রীমকোর্টের আপীল বিভাগ বহাল রাখায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ রায় দ্রুত কার্যকর এবং অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছেÑ জাসদ ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার অংশের এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এছাড়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বঙ্গবন্ধু এ্যাভিনিউ এলাকায় মিছিল করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
×