ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

রাজধানীতে পোশাক কারখানা কর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৩, ৬ মে ২০১৬

রাজধানীতে পোশাক কারখানা কর্মীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় একটি পোশাক কারখানার এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে দু’টি বিদেশী পিস্তল ও বিপুলসংখ্যক গুলিসহ ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, উত্তরায় কাজী আতিক (২৮) নামে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের খালু নাসিমুল গনি মিথুন জানান, আতিক উত্তরা ১১ নম্বর সেক্টরে অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি পরিবারসহ ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় থাকতেন। মিথুন জানান, বুধবার রাতে কে বা কারা আহত অবস্থায় আতিককে প্রথমে নস্ট্রাম হাসপাতালে, পরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানকার চিকিৎসকের পরামর্শে আতিককে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্ত্রী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। নিহতের স্বজনের বরাত দিয়ে উত্তরা থানার ওসি আবু বকর মিয়া জানান, আতিক রিক্সা থেকে পড়ে আহত হয়েছেন বলে রাতে এক পথচারী তার স্ত্রী জেসমিনকে ফোনে জানান। তাকে উত্তরার নস্ট্রাম হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে স্বজনরা তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল, পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওসি জানান, আতিকের উচ্চ রক্তচাপ ছিল। তিনি প্রায় প্রতিদিনই রাত ১০টার পর কর্মস্থল থেকে বাসায় যেতেন। পথচারীরা রিক্সা থেকে পড়ে আহত হওয়ার কথা তার স্ত্রীকে জানিয়েছেন। পুলিশও বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ৯ ডাকাত গ্রেফতার ॥ রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোঃ মিন্টু গাজী, মোঃ মাসুদুর রহমান ওরফে মাসুদ, মোঃ আবুল কালাম ওরফে আজাদ, মোঃ মামুন আহম্মেদ ওরফে মিন্টু, মোঃ কেরামত আলী মোল্লা, মোঃ মনির ম-ল, মোঃ বাবুল, মোঃ কামাল হোসেন ও চালক মোঃ পলাশ গাজী। ডিএমপির ডিসি (মিডিয়া) মোঃ মারুফ হোসেন সরদার জানান, বুধবার গভীর রাতে আরামবাগের নটরডেম কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, এক জোড়া হাতকড়া, একটি ওয়াকি-টকি সেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে মালামাল লুট করে থাকে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
×