ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের অবনমন

ফিফা র‌্যাঙ্কিং

প্রকাশিত: ০৪:৩৩, ৬ মে ২০১৬

ফিফা র‌্যাঙ্কিং

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আর্জেন্টিনা, দুইয়ে বেলজিয়াম, তিনে চিলি, চারে কলম্বিয়া ও পাঁচ নম্বরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। একধাপ পিছিয়ে ১৭৮ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। এপ্রিল মাসে আন্তর্জাতিক ফুটবল ছিল না। এ কারণে র‌্যাঙ্কিংয়েও হেরফের ঘটেনি তেমন। শীর্ষ পাঁচ দলের অবস্থানই আছে অপরিবর্তিত। ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা দেশগুলো হলো- স্পেন, ব্রাজিল, পর্তুগাল, উরুগুয়ে ও ইংল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে ফিলিপিন্স। নিজেদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র‌্যাঙ্কিং স্পর্শ করেছে দেশটি। একধাপ এগিয়ে ফিলিপিন্স ১১৫তম স্থানে উঠে এসেছে।
×