ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেলবোর্নেই খেলবেন গেইল

প্রকাশিত: ০৪:৩২, ৬ মে ২০১৬

মেলবোর্নেই খেলবেন গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ বিগব্যাশে মেলবোর্ন রেনিগেটসের হয়ে শেষপর্যন্ত এবার খেলতে পারবেন কিনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে সব অনিশ্চয়তা দূর হয়ে গেল। মেলবোর্নেই খেলবেন গেইল। বৃহস্পতিবার এমনটিই নিশ্চিত বোঝা গেল। মেলবোর্নের কোচ ডেভিড সাকের পুরো ঘটনা বুঝিয়ে দিলেন। জানিয়ে দিলেন, রিপোর্টার মেল ম্যাকলওলিনকে যে উল্টাপাল্টা বলেছেন, এজন্য শাস্তিও পেয়েছেন গেইল। সেই ঘটনা নিয়ে কোন মাথাব্যথা নেই সাকেরের। তার সব ভাবনা এখন দলকে ঘিরে। এখন তাই আর বিগব্যাশে খেলতে গেইলের নিষেধাজ্ঞা নেই। অস্ট্রেলিয়ার বিগব্যাশের শেষ আসরে মেলবোর্ন রেনিগেটসের ক্যারিবিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল শেষ ম্যাচে স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে অর্ধশতক করেন। সেই ম্যাচ শেষে গেইল বলেছিলেন, ‘সম্ভবত অস্ট্রেলিয়ায় আমি আমার শেষ ইনিংসটা খেলে ফেলেছি।’ তখন সবার মনে হয়েছিল গেইল হয়ত বিগব্যাশে তার শেষ ইনিংস খেলে ফেলেছেন। কিন্তু না, এমনটি হচ্ছে না। আবার বিগব্যাশে অস্ট্রেলিয়ায় গেইলকে দেখা যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের কথাতেও গেইলের খেলার বিষয়টি নিশ্চিত হচ্ছে। গেইলকে আবার বিগব্যাশে ডাকতে আপত্তি নেই তাদের তা আগেই জানিয়ে দেন সাদারল্যান্ড। বিগব্যাশের গত মৌসুমে হোবার্টের বেলেরিভ ওভালে ম্যাচ চলাকালে এক সাক্ষাতকারে ক্যামেরার সামনে নারী সাংবাদিক ম্যাকলওলিনকে ডেটের প্রস্তাব দেন ক্রিস গেইল। এরপর থেকে গেইল ক্রিকেট বিশ্বে সমালোচনার মুখে পড়েন। ক্রিকেট বিশ্বের অনেক তারকা, বিশেষজ্ঞ, নিজ দেশের বোর্ডও গেইলের এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
×