ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ-গুজরাট ফিরতি ম্যাচে মুখোমুখি আজ

প্রকাশিত: ০৪:৩১, ৬ মে ২০১৬

হায়দরাবাদ-গুজরাট ফিরতি ম্যাচে মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জিতেছিল গুজরাট লায়ন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নবাগত এ দলটি দারুণ চমক দেখিয়ে একেবারেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। বড় সংগ্রহও গড়ছিল তারা। কিন্তু থেমে যেতে হয়েছে মুস্তাফিজুর রহমানের ভয়ানক বোলিংয়ের মুখে। বাংলাদেশী এ বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে তার দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ গড়ে পরাজয় দেখে। এবার সেই মুস্তাফিজের বিরুদ্ধে প্রতিশোধের পালা গুজরাটের। যদিও সর্বশেষ দুই ম্যাচেই হার দেখে এখন গুজরাট বেশ বিপর্যস্ত। আর হায়দরাবাদ প্রায় এক সপ্তাহ (৬ দিন) বিশ্রাম পেয়েছে সর্বশেষ ম্যাচে নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দেয়ার পর। তাই মুস্তাফিজের দলটি দারুণ উজ্জীবিত। আজ এ দুটি দল আবার মুখোমুখি হবে হায়দরাবাদের মাঠে। প্রথমদিক বেশ ভাল গেলেও গুজরাট ফিরতি পর্বে এখন পর্যন্ত জিততে পারেনি। কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লী ডেয়ারডেভিলসকে প্রথম সাক্ষাতে উড়িয়ে দিলেও তাদের কাছে ফিরতি মোকাবেলায় হেরে গেছে। গুজরাটের এ ছন্দপতনের মূলেই আছে ব্যাটিংয়ে ব্যর্থতা। অথচ শুরুর দিকে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছিল তারা। প্রথম ছন্দপতন ঘটেছিল দুই সপ্তাহ আগে নিজেদের মাঠেই। সফরকারী হায়দরাবাদের কাছে হ্যাটট্রিক জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ নেয় গুজরাট। সে ম্যাচে দারুণ মিতব্যয়ী মুস্তাফিজ মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। সে কারণে দারুণ ব্যাটিং লাইনআপ নিয়ে বড় সংগ্রহ পাওয়া গুজরাট সেদিন মাত্র ১৩৫ রানেই আটকে গিয়েছিল। সেই মুস্তাফিজের বিরুদ্ধেই আাবার লড়াই। এবার হায়দরাবাদের মাঠে। হায়দরাবাদের কাছে প্রথম হোঁচট খাওয়া দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছিলেন। কিন্তু আবারও বাজে সময়ে পড়ে গেছে সুরেশ রায়নার গুজরাট। টানা দুই ম্যাচে হেরেছে। এর মধ্যে চলতি আসরে সবার নিচে পড়ে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের সর্বনিম্ন সংগ্রহ ৯ উইকেটে ১৩১ রান করে হেরেছে। তাই এ দুটি ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে হবে গুজরাটকে। যদিও ৯ ম্যাচে ৬ জয় নিয়ে এখনও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমান অবস্থানেই আছে তারা। সেটা পাকাপোক্ত করার জন্য হায়দরাবাদের বিরুদ্ধে জয় পাওয়াটা জরুরী গুজরাটের। ধারাবাহিকতা নেই হায়দরাবাদের। কখনও দারুণভাবে জ্বলে ওঠা দলটি হুট করে আবার হোঁচটও খেয়ে যায়। দলের অন্যতম শক্তির নাম বাঁহাতি পেসার মুস্তাফিজ। আর ব্যাটিংয়ে একমাত্র ভরসার নাম অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। অবশ্য সর্বশেষ ম্যাচে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন দারুণ ব্যাটিং করেছেন এবং ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ ইনিংস গড়েই জিতেছে। এবার সেটা ধরে রাখার পালা। এর আগে রাজকোটে খেলতে গিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে অপ্রতিরোধ্য গুচরাটকে বিধ্বস্ত করে চমকে দিয়েছিল হায়দরাবাদ। সে ম্যাচে মুস্তাফিজের বোলিং ভুগিয়েছিল তাদের। এবার নিজেদের মাঠে মুস্তাফিজকে নিয়ে আরেকবার গুজরাটকে চমকে দিতেই নামবে হায়দরাবাদ। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এখন দলের অবস্থান পাঁচে।
×