ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় হ্যালেপ-সিবুলকোভা

প্রকাশিত: ০৪:২৯, ৬ মে ২০১৬

জয়ের ধারায় হ্যালেপ-সিবুলকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। তবে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফ্রেঞ্চ ওপেনের আগে মাদ্রিদ ওপেন থেকে কেভিতোভা-আজারেঙ্কার বিদায়টা যে বেশ ভালভাবেই প্রভাব পড়বে তা অনুমিতই। মাদ্রিদ ওপেনের ষষ্ঠ বাছাই সিমোনা হ্যালেপ। এবারের আসরের শুরু থেকেই বেশ ভাল খেলছেন তিনি। বুধবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেও সহজ জয় পেয়েছেন তিনি। রোমানিয়ান এ টেনিস তারকা এ দিন ৬-২ এবং ৬-৩ সেটে হারান টিমিয়া বাসিনস্কিকে। গত মাসে মিয়ামি ওপেনের শেষ আটে এই সুইস তারকা বাসিনস্কির কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন হ্যালেপ। এবার সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিয়ে নিলেন ষষ্ঠ বাছাই। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে সিমোনা হ্যালেপ বলেন, ‘ক্লে কোর্টে আমি আরও খেলতে চাই। এখানে আমার কৌশল বদলিয়েছি। আজ তুলনামূলকভাবে কম শক্তি ব্যবহার করেছি। চেয়েছি কোর্টে আরও বেশি সৃষ্টিশীল হতে। সেক্ষেত্রে বেশ ভালই খেলেছি আমি। মনে করি এখানকার পরিস্থিতির সঙ্গে নিজেকে বেশ ভালভাবেই মানিয়ে নিয়েছি।’ সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে বেশ ভালই খেলছেন টিমিয়া বাসিনস্কি। শেষ নয় দিনে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। যে কারণে সিমোনা হ্যালেপের বিপক্ষে ম্যাচে ক্লান্তি কিছুটা হলেও ঘিরে ধরেছিল তাকে। তারপরও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন দশম বাছাই বাসিনস্কি। পরাজয়ের পর সুইস এই টেনিস তারকা বলেন, ‘আমার সম্ভাব্য সেরাটা দিয়েই খেলেছি আজ কিন্তু এটা খুবই সুস্পষ্ট যে তার মতো ভাল একজন খেলোয়াড়ের বিপক্ষে আমার এমন পারফর্মেন্স যথেষ্ট ছিল না। আর এরকম টুর্নামেন্টে এমন ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি হতে আপনি নিশ্চিত করেই চাইবেন না। প্রমীলা এ্যাথলেটদের মধ্যে সে অন্যতম। শারীরিকভাবে নিজের সেরাটা ঢেলে দিতে সে সবসময়ই প্রস্তুত থাকে। এর আগে যখন আমরা একে অন্যের মুখোমুখি হয়েছিলাম তখন আমি খুব ভাল খেলেছিলাম। শক্তির দিক দিয়ে তখন আমি অনেক এগিয়ে ছিলাম কিন্তু এখানে আমার তা ছিল না।’ মাদ্রিদ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। কিন্তু তাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে বড় চমকটা উপহার দেন অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাভ্রিলোভা। এদিন তিনি ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজয়ের স্বাদ উপহার দেন পঞ্চম বাছাই কেভিতোভাকে। তবে হারলেও প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন চেক তারকা। সেই সঙ্গে দায় দিলেন ইনজুরিকেই। ম্যাচ শেষে উইম্বলডনের সাবেক শিরোপাজয়ী পেত্রা কেভিতোভা বলেন, ‘আমি মনে করি দারিয়া প্রকৃতপক্ষে খুব ভাল একটি ম্যাচ খেলেছে। তার বিপক্ষে সবকিছু সঠিকভাবে করতে পারছিলাম না। তাছাড়া স্টুটগার্ট থেকে যে চোট আমাকে ঘায়েল করেছিল সেটা থেকেও মুক্তি পাচ্ছিলাম না। যে কারণে গত সপ্তাহে আমি মোটেও অনুশীলন করতে পারিনি। তারপরও এখানে দুই ম্যাচ জিতেছি, যা আমার জন্য খুবই আনন্দের। আশা করি অনুশীলনের জন্য টেনিস কোর্টে এখন কিছুটা সময় দিতে পারব। সেই সঙ্গে আরও ভালভাবে ফিট হয়ে ফিরতে পারব।’ এদিকে তৃতীয় রাউন্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা। এর ফলে ওয়াকওভারে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আমেরিকার লোইসা চিরিকো। মাদ্রিদ ওপেনের চতুর্থ বাছাই আজারেঙ্কা গত মাসটা দুর্দান্ত কাটিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে টেনিস কোর্টে স্বরূপেই ফেরার ইঙ্গিত দেন। কিন্তু মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডের আগেই ইনজুরির কাছে হার মানেন তিনি। দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার ৪-৬, ৬-২ এবং ৬-৩ সেটে স্পেনের অষ্টম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।
×