ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০৩:৫৮, ৬ মে ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৫ টাকা ৩০ পয়সা দরে। এদিন ব্যাংকটি ৬৯৮ বারে ২২ লাখ ৪ হাজার ৫৭২টি শেয়ার লেনদেন করে। পুরো দিনে কোম্পানিটির ৫ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগামীতে ঘোষণা করতে সভায় কোম্পানির শেয়ারপ্রতি আয় আগের তুলনায় বাড়বে এমন প্রত্যাশায় বাজারে শেয়ারটির বিক্রেতা সঙ্কট দেখা যায়। এছাড়া কোম্পানিরি পরিচালনা পর্ষদে বড় ধরনের কিছু পরিবর্তন আসবে, যার প্রভাবেও শেয়ারটির দর সর্বোচ্চ বেড়েছে। এছাড়া গত তিনদিন ধরেই বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হওয়া ইউনাইটেড এয়ারের দরবৃদ্ধিতে অবস্থান ছিল দ্বিতীয়। দিনটিতে ইউনাইটেড এয়ারওয়েজের দর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×