ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়ল এক শতাংশ

প্রকাশিত: ০৩:৫৭, ৬ মে ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়ল এক শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানেই লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ভাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর চাহিদা বাড়ার কারণে উভয় স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে এক শতাংশের ওপরে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়ে পৌনে ৫শ’ কোটি টাকায় পৌঁছছে। ঢাকার বাজারে দিনটিতে লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে। এর আগে সোমবারে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার ঘোষণার পরদিন সূচক বেড়েছিল ১শ’ পয়েন্ট। পরদিন বুধবারেই অবশ্যই সূচকের সামান্য পতন ঘটে। তবে বৃহস্পতিবারে আবারও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকে। দিনশেষে সূচকেরও উর্ধগতি দেখা দেয়। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৭৭ কোটি ৩৫ লাখ টাকা বেশি। বুধবারে এই বাজারে লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৬৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বাংলাদেশ, লিন্ডে বিডি, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস ও ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার, পাওয়ার গ্রিড, শাহজীবাজার পাওয়ার, বেক্সিমকো ও স্কয়ার ফার্মা।
×