ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে হত্যা মিশনের জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৫, ৬ মে ২০১৬

নীলফামারীতে হত্যা  মিশনের জেএমবি  সদস্য  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আব্বাস আলী (৬৫) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির হত্যা মিশনের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে। বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আয়শা সিদ্দিকার আদালতে ১৬৪ ধারায় ওই ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। নীলফামারী ডিবি পুলিশের ওসি বাবুল আকতার জানান বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয় দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ববাঁশলীপাড়ার নিজ বাড়ি থেকে। সে ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। চট্টগ্রামে তিন জঙ্গীর রিমান্ড মঞ্জুর স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, সন্ত্রাস দমন আইনে চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জেএমবি সদস্যের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজার আদালত বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন। ব্যাংক কর্মকর্তার মৃত্যু নানা প্রশ্ন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কৃষি ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইসহাক (৫০)। এ নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। তবে এই কর্মকর্তার কর্মস্থলে কাজের চাপ ও স্ত্রীর মানসিক ভারসাম্যের বিষয়টি সামনে এনে আত্মীয়-স্বজনেরা অপমৃত্যু বলে দাবি করছেন। কিন্তু প্রশ্ন উঠেছে কাজের চাপের সঙ্গে স্ত্রীর মানসিক ভারসাম্যহীনতার যেমন কোন সম্পর্ক নেই তেমনি তার বয়সের সঙ্গে আত্মহত্যা করারও যুক্তি নেই। এছাড়াও নির্দিষ্ট সময়ে কর্মস্থলের উদ্দেশে বের না হওয়া ও অন্য বাড়ির ছাদ থেকে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ। তবে নিহতের মেয়ে ও শ্যালকের পক্ষ থেকে হত্যার কোন অভিযোগ না পাওয়ায় খুলশী থানায় একটি নির্দাবী মৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানায় আত্মহত্যায় এক লোকের মৃত্যু হয়েছে এমন খবর আসে। বেলা ১১টা ৫৫মিনিটের সময় ৫ তলার ছাদে থাকা পানির ট্যাঙ্কের সিঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় থাকা ঐ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। ছাদ থেকে মাত্র ৬ ইঞ্চি উপরে ঝুলছিল লাশটি এমন তথ্য দিয়েছেন থানার এসআই শাহজাহান। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের একমাত্র মেয়ে জানিয়েছেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বছর ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেলে থেকেই পড়ালেখা চালাচ্ছিলেন। মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে বাবা-মাকে দেখতে আসেন। তার নানি মারা যাবার পর থেকে মাও অনেকটা মানসিক ভারসাম্যহীন। ফলে মামারা এ বিষযটি নিয়ে চিন্তিত। মায়ের কারণে বাবাও অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন আমাদের নিয়ে।
×