ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘালয় সীমান্তে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৩:২৪, ৬ মে ২০১৬

মেঘালয় সীমান্তে বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ মে ॥ ভারতের মেঘালয় সীমান্তে গণপিটুনিতে বাংলাদেশী যুবক রফিকুল ইসলাম (২৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নাকুগাঁও সীমান্তসংলগ্ন কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ওই লাশ হস্তান্তর করা হয়। হাতিপাগার বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার নাজিম উদ্দিন জানান, বুধবার দুপুরে মেঘালয় সীমান্তের তোরা জেলার বারেংগাপাড়া এলাকায় স্থানীয় পুলিশ বাংলাদেশী যুবক রফিকুলের লাশ উদ্ধার করে। স্থানীয়দের কাছ থেকে লাশটি বাংলাদেশী যুবকের হতে পারে জেনে ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে বিজিবিকে অবহিত করে। বিজিবিও খোঁজখবর নিয়ে লাশটি নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের আব্দুল করিমের ছেলে রফিকুলের বলে নিশ্চিত হলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরে সিদ্ধান্ত হয়। লাশ হস্তান্তরের সময় নালিতাবাড়ী থানা পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে এলাকার একটি সূত্র জানিয়েছে, গরু চোর সন্দেহে স্থানীয় অধিবাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। তবে অপর আরেকটি সূত্র জানায়, রফিকুল মানসিক ভারসাম্যহীন ছিল। গত দু’দিন যাবত সে নিখোঁজ ছিল। পুলিশ-ডাকাত সংঘর্ষে ৬ পুলিশ আহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বুধবার রাতে ডাকাতির সময়ে পুলিশ-ডাকাতদলের সংঘর্ষে ৬ পুলিশ আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে দুই ডাকাত আহত হয়। তাদের আটক করেছে পুলিশ। জানা যায়, বুধবার রাত ১টায় ফুলবাড়ী-মধ্যপাড়া সড়কের নলশীষা ব্রিজের মুরগি ফার্মের কাছে একদল ডাকাত রাস্তার দু’পাশের গাছের সঙ্গে রশি বেঁধে ডাকাতি শুরু করে। পুলিশের টহলদল ঘটনাস্থলে যায়। সংঘর্ষে এসআই মিজানুর রহমান, এএসআই আনোয়ার, কনস্টেবল হাফিজুল ইসলাম, ইমদাদুল, সেরাজুল ও মোজাহার আলী আহত হন। এ সময় পুলিশ ডাকাতদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই ডাকাত হোসেন ও বাবলু গুলিবিদ্ধ হয়। পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৫ মে ॥ বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশু ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটে গোকু-া ইউনিয়নের মৃত্তিকা গ্রামে বৃহস্পতিবার দুপুরে। তিন শিশুর মধ্যে আবদুল মতিন মিন্টুর দুই মেয়ে মিম (১১) ও কুসুম (৮) এবং একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে নায়েম (৮)। মুক্তি পাওয়া দুই আসামি ফের গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া দুই আসামিকে ভিন্ন একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন মোহাইমিন নোমান ও রশিদ আহমদ। উচ্চ আদালত থেকে অনন্ত বিজয় হত্যা মামলায় জামিন পেয়ে বৃহস্পতিবার তারা কারামুক্ত হয়েছিলেন। কোতোয়ালি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিস্ফোরক মামলার আসামি। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেও ফের কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে গ্রেফতার করা হয়েছিল। মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন। সাতক্ষীরা পৌর মেয়র সাসপেন্ড স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই নির্দেশ সাতক্ষীরায় পৌঁছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলাসহ দুটি নাশকতা মামলার অভিযোগ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, ২০১২ সালের ২১ এপ্রিল ও একই বছরের ০১ ডিসেম্বর দুটি নাশকতা মামলার অভিযোগ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়। তিন দিনব্যাপী বৈশাখী উৎসব স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লালদীঘি মাঠে সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় শুক্রবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোজক মেলা। কর্পোরেশনের উদ্যোগে এ ধরনের আয়োজন এবারই প্রথম। বিকেল ৪টায় উৎসব উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক সূত্রে জানানো হয়, প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও লোকজ মেলা। চট্টগ্রামে আগুন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানার ময়দার মিল এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে কাপড়ের গুদাম, দোকান ও বসতঘর। বৃহস্পতিবার ভোরের দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালিমন্দিরে আগুন স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, ডোমার উপজেলায় মনসা কালিমন্দিরে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ডোমার চিলাহাটি সড়কের জোড়াবাড়ি ইউয়িনের বেতগাড়া মিস্ত্রিপাড়া গ্রামের নিলত বর্মনের বাড়ির পাশে থাকা মন্দিরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। নিলত বর্মন বলেন, রাত দেড়টার দিকে কে বা কারা মন্দিরের বাঁশের বেড়ায় আগুন দিয়ে পালিয়ে যায়। সংঘর্ষ, আহত ১০ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ এপ্রিল ॥ কৃষি জমিতে সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে দুই আবাসন প্রকল্পের দু’গ্রুপের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, উপজেলার কান্দাইল, কুতুবপুর, মোচার তালুক ও চারিতালুক মৌজা এলাকায় এলিয়ন প্রপার্টিজ নামে আবাসন প্রকল্প কিছু জমি কিনে সাইনবোর্ড স্থাপন করে। ওই সব এলাকায় রিমঝিম হাউজিং নামে অপর আবাসন প্রকল্পও সাইনবোর্ড স্থাপন করেছে। দুটি আবাসন প্রকল্পই অনুমোদন ছাড়াই অবৈধভাবে কৃষি জমিতে সাইনবোর্ড স্থাপন করে আসছে।
×