ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ০৩:২৪, ৬ মে ২০১৬

ঝিনাইদহে সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ মে ॥ হরিণাক-ুর ফলসী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগ বিদ্রোহীদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বড় ফলসী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ফলসী গ্রামের টিটো ম-ল, আহসান আলী, গমির আলী, ভুট্টো, আব্দুর রাজ্জাক, আশিক হোসেন, ইছাহক আলী, জামিল হোসেন ও মোলার উদ্দিনসহ ২৫ জনকে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। জানা গেছে, ৭ মে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ফলসী ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সকালে দু’গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ ঢাল-সড়কি, লাঠিসোঠা, রামদা, ইটপাটাকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বাগমারায় প্রার্থী বাতিলে তোলপাড় স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, জেএমবি সম্পৃক্ততা, রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের নির্বাচনের তিন দিন আগে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুস সালামের মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য থেকেও বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে ওই ইউনিয়নে এখন দুটি পক্ষ পরস্পরবিরোধী প্রচার শুরু করেছে। এ নিয়ে চরম উত্তেজনাও চলছে। সহিংসতার আশঙ্কাও করছেন স্থানীয়রা। এদিকে দলীয় মনোনয়ন বাতিল হলেও নৌকা প্রতীক বদলানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা নির্বাচন কমিশনার সৈয়দ আমিরুল ইসলাম। দল থেকে মনোনয়ন বাতিল হলেও ভোটের তিন দিন আগে প্রতীক বদলানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। আগামী শনিবার এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জে হামলা ॥ আহত ১২ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, পাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতের এ ঘটনায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক, তার স্ত্রী, দুই সন্তান, বাবা, দুই ভাইসহ পরিবারের সাতজন আহত হয়। গ্রামবাসীর রোষানলের শিকার হয়ে আহত হয়েছেন ৫ আ’লীগ নেতাকর্মী। এ সময় ভাংচুর করা হয় তিনটি গাড়ি। আহত বাদশা চোখ হারালেন সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত বাদশা শেখের (৪৫) ডান চোখ আজীবনের জন্য নষ্ট হয়ে গেছে বলে বৃহস্পতিবার তার পরিবার সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উপজেলার শেখর ইউনিয়নের নির্বাচনের একদিন পর ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর জয়-পরাজয় নিয়ে ওই গ্রামে আ’লীগ নেতা খন্দকার ওমর হেলাল ডাবলু ও ওয়ার্ড আ’লীগের সভাপতি খন্দকার শফিকুর রহমানের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শফিকুর রহমানের গ্রুপের বাদশা শেখের ডান চোখ ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বরিশালে বাঘের মাথায় নৌকা স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ- কার্যকর হওয়া শীর্ষ রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) থেকে ১৯৯১ সালে উজিরপুর-বাবুগঞ্জ আসনে বাঘ প্রতীক নিয়ে এমপি নির্বাচনে ৪০৮ ভোট পেয়ে পরাজিত প্রার্থী ডাঃ দেলোয়ার হোসেন। টঙ্গীবাড়িতে নৌকায় আগুন স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউপির বাঘিয়া রাস্তার মোড়ে বুধবার গভীর রাতে নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমাছ চোকদারের অভিযোগ, বিএনপি প্রার্থী খায়রুল কবির কাজল হালদারের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপির প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন। উৎকণ্ঠায় রামপালের মানুষ মুন্সীগঞ্জে রামপাল ইউপি নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিনাতিপাত করছে এখানকার মানুষ। বৃহস্পতিবার রাশেদ কবির সোহেলকে বাচ্চু শেখের লোকজন বেদম প্রহার করে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। কাজী কসবায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যা¤েপ বাচ্চু শেখের লোকজন হামলা চালায়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ স¤পাদক জাহিদ মীরসহ পাঁচজন আহত হয়। এ সময় ভাংচুর করা হয় নির্বাচনী ক্যা¤প। এ ঘটনায় জাহিদ মীর বাদি হয়ে বাচ্চু শেখকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। এছাড়া সিপাহিপাড়ায় বাচ্চু শেখের নির্বাচনী ক্যাম্পও ভাংচুর হয়েছে। এর আগে শুখবাসপুরে নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসবের পরও টানটান উত্তেজনায় মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ। পানহাটা থেকে তিন সিড়ি হয়ে হাতিমারা দিয়ে মিছিলটি সিপাহিপাড়ায় এসে শেষ হয়। এছাড়া আওয়ামী লীগ প্রার্থীর মিছিল ধলাগাঁও থেকে সিপাহিপাড়া হয়ে হাতিমারা গিয়ে শেষ হয়। তবে প্রচারের শেষ দিনে বিএনপির মিছিল দেখা যায়নি।
×