ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই সন্তান হত্যার কথা স্বীকার করলেন মা

প্রকাশিত: ০৩:২২, ৬ মে ২০১৬

দুই সন্তান হত্যার কথা স্বীকার করলেন মা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ মে ॥ মধুখালীতে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় মা তাসলিমা বেগমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে বাগাট ইউনিয়নের পূর্ব চর বাগাট গ্রামে ওই নারীর শ্বশুর ইউসুফ আলী মোল্লার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তসলিমা বেগম দুই সন্তানের হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনার পর তসলিমার শ্বশুর ইউসুফ আলী মোল্লা বৃহস্পতিবার সকালে বাদী হয়ে মধুখালী থানায় ছেলের স্ত্রীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ইউসুফ আলী মোল্লা বাগাট বাজার বণিক সমিতির সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, তসলিমা বেগম জানান, রবিবার রাতে তিনি তার দুই সন্তানকে নিয়ে ঘুমাতে যান। রাত ৪টার দিকে তিনি নামাজ পড়তে ওঠেন। এ সময় তিনি গায়েবি শব্দ পান। তাকে বলা হয়, তোর দুই সন্তানকে তুই মেরে ফেল তাহলে ওদেরও মুক্তি তোরও মুক্তি। আমি জিজ্ঞেস করি কাকে আগে মারব। গায়েবি আওয়াজ বলে, আগে বড়জনকে পরে ছোটজনকে। এরপর আমি আল্লাহর উদ্দেশে বলি, আমাকে হেফাজত কর এবং আমার দুই সন্তানকে হেফাজত কর। এরপর আমি প্রথমে ছেলে তকি মোল্লা ও পরে মেয়ে তাহেরাকে হত্যা করি। তবে দুই শিশুকে তিনি কিভাবে হত্যা করেছেন সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য দেননি। তসলিমা বেগম মাগুরা জেলার শালিখা উপজেলার কাঠিগ্রামের শেখ মোহাম্মদ হোসেনের মেয়ে। সাত বছর আগে তিনি শালিখার গোনাগতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর বাগাটের আব্দুল্লাহ-আল মামুনের সঙ্গে তার বিয়ে হয়। ইউসুফ আলী মোল্লার ছেলে আব্দুল্লাহ-আল মামুন স্ত্রী তসলিমা ও দুই শিশুসন্তানকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। তিনি একটি ফার্মে আর্কিটেকচার হিসেবে কর্মরত রয়েছেন। গত ১৭ এপ্রিল আব্দুল্লাহ ক্যান্সার আক্রান্ত মা জেবুন্নাহারকে নিয়ে ভারতের ভেলরে যান। এজন্য তিনি স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে রেখে যান। এ মৃত্যুর ঘটনা শোনার পর মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহ ভারত থেকে বাড়ি ফিরে আসেন।
×