ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেবাইতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশিত: ০৩:২২, ৬ মে ২০১৬

সেবাইতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের শ্রীধাম লক্ষ্মীখালীর গদিনাশিন সেবাইত সাগর সাধু ঠাকুরকে হয়রানির উদ্দেশে দায়ের করা অভিযোগের প্রতিবাদে মতুয়া মহাসংঘের আয়োজনে সংবাদ সম্মেলন হয়েছে। শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহাসংঘের কেন্দ্রীয় সহসভাপতি শ্রীধাম ওড়াকান্দির সেবাইত সুব্রত ঠাকুর। লিখিত বক্তব্য পাঠ করেন মহাসংঘের আন্তঃউপজেলা সভাপতি সুখরঞ্জন হালদার। বক্তব্যে বলা হয়, লিটন নামে জনৈক ব্যাক্তি বাগেরহাট জেলা প্রশাসকের নিকট সাগর সাধু ঠাকুরের বিরুদ্ধে লক্ষ্মীখালীর মেলায় ¯œানোৎসবের নামে ভক্ত ও দোকানিদের নিকট থেকে লাখ লাখ টাকা তুলে আত্মসাতের অভিযোগ তোলেন। তদন্তে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে ইউএনও জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেনÑ কেন্দ্রীয় মহাসচীব প্রভাশ চন্দ্র বিশ্বাস, আন্তঃউপজেলা সেক্রেটারি উপেন্দ্রনাথ বিশ্বাস, মহাসংঘ নেতা রতন কুমার মিত্র, গোপাল চন্দ্র বেপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। ভেজাল সারের ডেরায় অভিযান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বহুলালোচিত ভেজাল সারের ডেরা পতেঙ্গালীর ডায়মন্ড এ্যাগ্রোতে অভিযান চালিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সার উৎপাদনের নামে ভেজালে বাজার সয়লাব করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চলে। এ সময় কারখানা মালিক মহসীন ও তার ব্যবসায়িক সহযোগী বাঘারপাড়া কৃষ্ণনগরের কটা এমদাদ পালিয়ে যায় বলে কৃষি কর্মকর্তারা জানান। ওই ডেরা থেকে তিন শ’ কেজি ভেজাল দস্তা ও তিন শ’ কেজি ম্যাগনেসিয়াম জব্দ করা হয়। একই সাথে জব্দ করা হয় উৎপাদনের যন্ত্রপাতি। এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষে মহসীন, এমদাদসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারণার দায়ে সাসপেন্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রতারণার দায়ে মৌলভীবাজার জেলা কারাগারে আটক এ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে যশোর জেলা আইনজীবী সমিতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির নেতৃবৃন্দ পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিস প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ২০০৯ সালের ১৮ জানুয়ারি মৌলভীবাজার থানায় দায়ের করা ১৭ নম্বর মামলার এজাহারনামীয় আসামি জয়নাল উদ্দিন হত্যার দায়ে যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত হন। এরপর থেকে তিনি পলাতক জীবনযাপন করছিলেন। লোডশেডিং বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ মে ॥ সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুরসহ ওই গোটা ইউনিয়নের পল্লী বিদ্যুত সমিতির আওতাভুক্ত এলাকায় সীমাহীন বিদ্যুত বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পল্লী বিদ্যুত গ্রাহক সংগ্রাম পরিষদের আহ্বানে দারিয়াপুর বাজার সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। নয় দালাল গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রোগীদের সাথে প্রতারণার অভিযোগে এক হোমিও চিকিৎসকসহ নয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার মোঃ আজাদ রহমান জানান, অসংখ্য রোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রূপাতলী এলাকার হোমিও চিকিৎসক ডাঃ কামাল হাওলাদার, দালাল শাহিন প্যাদা, আব্দুর রশিদ, কালা মানিক, নজরুল ইসলাম, পাগলা মানিক ও জহিরসহ নয়জনকে গ্রেফতার করা হয়। চিংড়ি রেণুসহ আটক ৩৭ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর সিএন্ডবি সড়ক থেকে দুটি ট্রাকভর্তি ১০ লাখ গলদা চিংড়ি রেণু জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় আটক করা হয়েছে ৩৭ জনকে। বৃহস্পতিবার ভোরে আটক হওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ি পোনা ওই দিন দুপুরে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকা থেকে পাঁচ ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, তিনটি ধারালো ছোরা ও একটি গ্যাসচালিত অটোরিকশা জব্দ করা হয়। বুধবার গভীর রাতে ডাকাতদের আটকের পর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলোÑ সোহেল, বারেক মিয়া, তুষার মিয়া, ছালেক মিয়া ও শহরের ইব্রাহিম মিয়া। বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করা হয়েছে বরিশালকে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল সার্কিট হাউস থেকে র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসন ও সম্মিলিত নাগরিক সমাজ বরিশালের আয়োজনে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান। জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার ইউনুস এমপি। বিষেশ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশিনার (অতিরিক্ত সচিব) মুক্তিযোদ্ধা গাউস, রেঞ্জ ডিআইজি মোঃ হুমায়ুন কবির পিপিএম বার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ লুৎফর রহমান ম-ল। দুই চোরাচালানি আটক নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৫ মে ॥ মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-দিনাজপুরগামী আন্তঃনগর একতা ট্রেন পার্বতীপুর রেলস্টেশনে থামলে ১২৯ বোতল ফেনসিডিলসহ আনোয়ার ও শরিফুল নামে দুই স্মাগলার জিআরপি পুলিশের হাতে ধরা পড়ে। এসবের বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। এদের বাড়ি যথাক্রমে পার্বতীপুর শহরের রোস্তমনগর ও হাবড়ার কুঠিপাড়া গ্রামে। এসব মাদকের উৎসস্থল পার্শ্ববর্তী হিলি সীমান্ত। হামলার অভিযোগে মামলা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৫ মে ॥ জেল থেকে জামিনে বেরিয়েই হত্যা মামলার বাদীকে গুলি করেছে সন্ত্রাসীরা। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তাপুরে সোমবার এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহত পিতা, পুত্র ও অপর ১ জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার নুরুল আবছার খোকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হামলাকারীরা উত্তর রাঙ্গুনিয়ায় সোবহান হত্যা মামলার আসামি। দুর্নীতির দায়ে অব্যাহতি সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৫ মে ॥ শাহজাদপুরের হযরত মখদুম শাহ্ দৌলার মাজার জামে মসজিদের মোতোয়াল্লি মাসুম বিল্লাহকে দুর্নীতির দায়ে পদ থেকে অব্যাহতি প্রদান করেছে হযরত মখদম শাহ্ দৌলা (রঃ) মাজার ওয়াক্ফ এস্টেট সিরাজগঞ্জ। জানা গেছে, ২০১১ সাল থেকে যোগদানের পর থেকেই হাঁস, মুরগি, কবুতর বিক্রির টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতি করে আসছিল মাসুম বিল্লাহ। শাহ্ মখদম মাজার শরীফে বিভিন্ন ব্যক্তির মানত হিসেবে দান করা হাঁস, মুরগি,কবুতর বিক্রয় করে প্রতিমাসে লক্ষাধিক টাকা আত্মসাত করে আসছিলেন। রাবি শিক্ষার্থীর মৃত্যু রাবি সংবাদদাতা ॥ গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়ে টানা আট দিন চিকিৎসার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জার্জিজ হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। জার্জিজ রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগিশো গ্রামের আব্দুস সামাদের ছেলে। হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৫ মে ॥ ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচী পালিত হয়। ফোরামের সভাপতি ও আজাদ মালদারের সভাপতিত্বে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। গত সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে প্রবেশ করে ক্লাব সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় আরও ৪ সাংবাদিক আহত হন। শিবিরের ঝটিকা মিছিল, আটক ৩ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির রাজাকার মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে ও রবিবারের হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্র শিবির। বৃহস্পতিবার দুপুরে নগরীর শিরোইল এলাকার দোসর ম-লের মোড় থেকে হঠাৎ শিবির এ ঝটিকা মিছিল করে। এসময় পুলিশ ধাওয়া করে ৩ সন্দেহভাজন শিবিরকর্মীকে আটক করেছে। পুলিশ জানায় শিবিরকর্মীরা নগরীর দোসরম-লের মোড়ে একত্রিত হয়ে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশ ধাওয়া দিলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।
×