ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা ফিলিং স্টেশনে কেরোসিন মিশ্রিত ডিজেল বিক্রি

প্রকাশিত: ০৩:২০, ৬ মে ২০১৬

গাইবান্ধা ফিলিং স্টেশনে  কেরোসিন মিশ্রিত ডিজেল বিক্রি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ০৫ মে ॥ গাইবান্ধার নিউ ব্রিজ রোড কদমের তল এলাকার গাইবান্ধা ফিলিং স্টেশনে অবৈধভাবে কেরোসিন মিশ্রিত ডিজেল বিক্রি করা হচ্ছে। ফলে এই ভেজাল ডিজেল ব্যবহার করে যানবাহনের ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। প্রতারণাপূর্বক ওজনে কম দেয়ার অভিনব কৌশল হিসেবেই ডিজিলের সঙ্গে কেরোসিন মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এব্যাপারে ব্রীজ রোডের ক্রেতা রেজওয়ান হক্কানী ২২ লিটার ডিজেল কিনে এই ভেজাল ডিজেলের সন্ধান পান। তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই গাইবান্ধা সদর থানা পুলিশের এসআই মবিনুল গাইবান্ধা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ ঘটনার সত্যতা পান এবং কয়েক বোতল কেরোসিন মিশ্রিত ভেজাল ডিজেল আটক করে থানায় নিয়ে আসেন। অভিযোগে জানা গেছে, কেরোসিন এবং ডিজেলের দাম একই হওয়া সত্ত্বেও যেহেতু কেরোসিন ডিজেলের চাইতে হালকা। সেজন্য হালকা হওয়ার কারণেই কেরোসিন মিশ্রিত ডিজেল ফিলিং স্টেশনে সরবরাহ করার সময় মেশিনে ওজনে কারচুপি করা সম্ভব হয়। প্রতি লিটার ভেজাল মিশ্রিত ডিজেল বিক্রির সময় আড়াই’শ গ্রাম ডিজেল কারচুপির মাধ্যমে কম দেয়া সম্ভব হয় বলে জানা গেছে।
×