ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে দেশ ত্যাগে বাধ্য করা মামলার আসামি রিমান্ডে

প্রকাশিত: ০৩:২০, ৬ মে ২০১৬

যশোরে দেশ ত্যাগে বাধ্য করা মামলার আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছার পাশাপোল ইউনিয়নে বিচারের নামে চাঁদাবাজি, জরিমানা আদায়, হিন্দুদের জমি কেনা-বেচা ও দেশ ত্যাগে বাধ্য করার মামলায় আটক শফিয়ার রহমানকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শফিয়ার রহমান বাড়িয়ালী গ্রামের মৃত শমসের আলীর ছেলে। বৃহস্পতিবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রী এ রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন পাশাপোল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক ছিল। চেয়ারম্যান শাহিনের নেতৃত্বে আটক আসামি শফিয়ার রহমান ও অন্য আসামিরা এলাকায় সামাজিক বিচারের নামে চাঁদাবাজি, জরিমানা আদায়, হিন্দুদের জমি ক্রয়-বিক্রয় ও দেশ ত্যাগ করতে বাধ্য করে আসছিল। বাড়িয়ালী গ্রামের ধীরেন বাবু, চন্ডি, হাজরা, মালিগাতি গ্রামের তুষার কুমার পরিবার পরিজন নিয়ে আসামিদের অত্যাচারের কারণে রাতের অন্ধকারে ভারতে চলে গেছে।
×