ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমির ন্যায্য মূল্য চায় কলাপাড়ার মানুষ

প্রকাশিত: ০৩:১৮, ৬ মে ২০১৬

জমির ন্যায্য মূল্য চায় কলাপাড়ার মানুষ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ মে ॥ বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে ভূমির মূল্য নির্ধারণ, প্রতি শতক ভূমির জন্য ক্ষতিগ্রস্ত মালিককে বিশেষ প্রণোদনা, দালাল মধ্যস্বত্বভোগীচক্র ছাড়াই অধিগ্রহণকৃত ভূমির মূল্য নিজ উপজেলায় প্রদান করা ও ভূমিসংক্রান্ত অভিযোগ কিংবা মামলা থাকলে তার জন্য বিশেষ আদালত স্থাপন করে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করে ভূমির মূল্য পরিশোধ করার দাবি নিয়ে এবার সংগঠিত হচ্ছে লালুয়া ও ধানখালীর ভূমি মালিকরা। পায়রা বন্দর, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি এবং কয়লাভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণে অধিগ্রহণকৃত ভূমির মূল্য নির্ধারণ এবং প্রাপ্তির ক্ষেত্রে এসব দাবি-দাওয়া নিয়ে মানুষ ধীরগতিতে এগোচ্ছে। ইতোমধ্যে এসব দাবি-দাওয়া আদায়ে এখানকার মানুষ। প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন। মধুপাড়ার কৃষকরা তিন শতক জমিতে মাত্র ১৭-১৮ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ ভূমির মূল্য পেয়েছেন। যা বর্তমান বাজারদরের এক-তৃতীয়াংশ। আমলাতান্ত্রিক জটিলতা, মধ্যস্বত্বভোগী চক্র দালালদের কারণে এখনও ওই প্রকল্পের অধীন ভূমির অনেক মালিক অধিগ্রহণের টাকা উত্তোলন করতে পারেনি। উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করার লক্ষ্যে উপজেলার লালুয়া, ধানখালী, টিয়াখালী, বালিয়াতলী, চম্পাপুর ও ধুলাসার মৌজার জমি বেচাকেনা বন্ধ রয়েছে প্রায় আড়াই বছর। ফলে এসব এলাকার জমির বর্তমান বাজারমূল্য নির্ধারণ করার ক্ষেত্রে অন্যান্য মৌজার বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতি রাখার দাবি জানান সাধারণ মানুষ।
×