ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হরতালে পিছিয়েছে এইচএসসি পরীক্ষা

প্রকাশিত: ০২:৫৩, ৫ মে ২০১৬

হরতালে পিছিয়েছে এইচএসসি পরীক্ষা

অনলাইন রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর হরতালের কারণে আগামী ৮ মে রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা একদিন পিছিয়েছে। ৮ মে’র পরীক্ষাগুলো আগামী ৯ মে সোমবার একই সময়ে হবে বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান। এছাড়াও, কারিগরি বোর্ডের পরীক্ষা হবে ৯ তারিখ সকালে। আর মাদ্রাসা বোর্ডের ৮ মের পরীক্ষা হবে ২২ মে। ওই দিন এইচএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য দ্বিতীয় পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য দ্বিতীয় পত্র, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। ৮ মে আলীমে রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) এবং পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের (অতিরিক্ত বিষয়) পরীক্ষা ছিল। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ব্যবসায় গণিত ও পরিসংখ্যান (নতুন সিলেবাস) এবং ব্যবসায় গণিত ও পরিসংখ্যান (পুরাতন সিলেবাস) পরীক্ষা ছিল। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পর হরতাল ডাকে তার দল জামায়াতে ইসলামী।
×