ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালতলীতে আওয়ামীলীগ নেতার হাতে শ্রমিক নেতা লাঞ্চিত: কর্মবিরতি

প্রকাশিত: ০২:৪০, ৫ মে ২০১৬

তালতলীতে আওয়ামীলীগ নেতার হাতে শ্রমিক নেতা লাঞ্চিত: কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলীতে আওয়ামী লীগ নেতার হাতে শ্রমিক নেতা লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শহরের খাদ্য গুদামের সামনে। এ ঘটনায় শ্রমিকরা সুবিচারের দাবীতে অনির্দিষ্ট কালের কর্মবিরতির ঘোষনা দিয়েছে। জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক জোমাদ্দার ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার দিকে তালতলী খাদ্য গুদামের সামনে আসে। এ সময় উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি নিরাঞ্জন বাবু একটি চায়ের দোকানে বসা ছিল। আকর্ষীকভাবে আ’লীগ নেতা তাকে দেখে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেছে। ঘটনার পরপর শ্রমিকরা এক জরুরী সভা করে ঘটনার সুবিচার দাবী করে এবং বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষনা দেয়। এ ঘটনায় শ্রমিকরা তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছে। তালতলী উপজেলা শ্রমিকলীগ সভাপতি খালেদ মাসুদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ঘটনার পরে শ্রমিকরা জরুরী সভা করে বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কাজে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তালতলী আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ফজলুল হক জোমাদ্দার জানান নিরাঞ্জন শীল কোন শ্রমিক নেতা নয়। সে গোডাউনে দালালি করে। তিনি আরও জানান কোন মারধরের ঘটনা ঘটেনি। শুধু কথা কাটাকাটি হয়েছে। তালতলী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল আখতার জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×