ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরে বিদ্যুৎ সংযোগের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালালচক্র

প্রকাশিত: ০২:৩৮, ৫ মে ২০১৬

রায়পুরে বিদ্যুৎ সংযোগের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালালচক্র

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতের মিটার ও সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক দালাল চক্র। ঘটনাটি ঘটেছে উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের ভুইয়ারঘাটা নামক এলাকায়। এনিয়ে স্থানীয় এলাকাবাসী ও গ্রাহকদের মাঝে তিব্র ক্ষোভ বিরাজ করছে । তারা তাদের টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। বৃহস্পতিবার ওই এলাকায় সরেজমিন গেলে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও এলাকাবাসী জানান, গত কোরবানির ঈদে ওই গ্রামের মৃত হাজি আমিন উল্যার ছেলে দেলোয়ার হোসেন তার বাড়ীর পাশে একটি পাম্প মেশিন স্থাপন করেন। এতে বিদ্যুৎ আনে সে। এই পাম্প মেশিনের বিদ্যুৎ সংযোগের কৃতিত্বকে পুজি করে ধূর্ত দেলোয়ার এলাকাবাসীর মাঝে নিজেকে বিদ্যুত এনে দেয়ার নির্ভরযোগ্য বলে প্রচার করে। পরে সে বিদ্যুৎ এনে দেয়ার নাম করে কয়েক দফায় সে ওই এলাকার ইউছুফ মুন্সির কাছ থেকে ২৫ হাজার, জাহাঙ্গীর হোসেনের কাছ কাছ থেকে ১২ হাজার, মুকবুল আহম্মদ মুন্সির কাছ থেকে ১০ হাজার, হোসেন আহম্মদ মুন্সির কাছ থেকে ৫ হাজার, আলমগীর হোসেনের কাছ থেকৈ ১০ হাজার, মো. সুমন হোসেনের কাছ থেকে ৫ হাজার, নুরুল আমিনের কাছ থেকে ১০ হাজার, মনির আহম্মদের কাছ থেকে, ৫ হাজার, আলেয়া বেগমের কাছ থেকে ১০ হাজার, আব্দুর রহিমের কাছ থেকে ১০ হাজার, মো. মানিকের কাছ থেকে ১০ হাজার, আজাদের কাছ থেকে ১০ হাজার, ফরিদ উদ্দিন ভুইয়ার কাছ থেকে ৫ হাজার, আব্দুল আজিজের কাছ থেকে ১৫ হাজার ও মো. সুলতান আহম্মদের কাছ থেকে ৫শ টাকাসহ ওই এলাকার ২৫জন গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা আদায় করে সে। এসব গ্রাহকদের সে জানায় প্রত্যেকের বিদ্যুৎ পেতে মোট ১৫হাজার ৬শ ৫০ টাকা করে দিতে হবে। যথা নিয়মে ওই গ্রামে সম্প্রতি বিদ্যুত সংযোগ দেয়া হলে সে এখন এসব গ্রাহকদের বাকী টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করছে। টাকা না দিলে সংযোগ কেটে দেয়াসহ নানা হুমকী-ধমকী ও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। গ্রাহক ইব্রাহিমের ছেলে মোঃ মারুফসহ কয়েকজন অভিযোগ করে বলেন আমরা মিটারের জন্য ১৫ হাজার টাকা না দিতে পারায় আমাদেরকে বিদ্যুৎ দেয়া হবে না বলে জানিয়েছে দালাল দেলোয়ার। সে এলাকা থেকে লাখ লাখ টাকা বিদ্যুতের নামে আদায় করে আমার এখন নানা ভাবে হয়রানী করছে। মো. সুলতান জানান তার বাড়ীতে বিদ্যুত নিতে বাড়ীর পাশের একটি গাছ তাকে দিয়ে কাটানো হয়। এখন গাছ কেন কেটেছি এই অজুহাতে আমাকে বিদ্যুৎ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেলোয়ার। নিরুপায় আমি এখন কি করে বিদ্যুত পাব তা আল্লাহই জানেন। এ প্রসঙ্গে অভিযুক্ত দেলোয়ার বলেন, বিদ্যুতের নামে আমার টাকা নেয়ার অভিযোগ মিথ্যা। সুলতান সরকারি গাছ কাটায় সে বিদ্যুত পাবে না বলে তাকে শাসিয়েছি। আমি এলাকার মানুষের উপকারে জন্য যা করার করেছি। রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম সুধাস চন্দ্র রক্ষিত বলেন, বিদ্যুতের মিটার বা সংযোগের নামে কেই টাকা নিয়েছে মন অভিযোগ পাইনি। নতুন বা পুরাতন বিদ্যুত দিতে সরকারী সামান্য টাকা ছাড়া আমারা কোন কোন টাকা পয়সা নেই না। আমাদের নাম ব্যবহার করে কেউ এমন গর্থিত কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×