ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমি সংক্রান্ত বিরোধে পটুয়াখালীতে দেবর-ভাবী খুন

প্রকাশিত: ০২:০৮, ৫ মে ২০১৬

জমি সংক্রান্ত বিরোধে পটুয়াখালীতে দেবর-ভাবী খুন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে প্রতিপক্ষের হাতে দেবর ও ভাবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা হলেন রুস্তম মাঝি (৫০) ও ভাবী মালেকা বেগম (৫৫)। আহত সেলিনা ও আফজালকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদশী ও স্থানীয় সুত্র জানায়, রুস্তম মাঝি গংদের সাথে স্থানীয় ধলু মুন্সী গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধলু মুন্সির চার ছেলে হাফেজ, ওহাব, জসীম ও রাজ্জাক বিরোধীয় জমিতে গাছ লাগাতে যায়। এ সময় রুস্তম মাঝি ও মালেকা তাদের বাধা দেয়। কথা কাচাকাটির এক পর্যায়ে ধলু মুন্সির ছেলেরা রুস্তমকে পেটাতে এবং কোপাতে থাকে। মালেকা দেবরকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে ধলু মুন্সীর ছেলেরা। তাদের ডাকচিৎকারে বাড়ি থেকে রুস্তম মাঝির নাতী আফজাল ও মালেকার মেয়ে সেলিনা রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে মাটিতে শুয়িয়ে ফেলে প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আহতদের সকাল ১০টার দিকে পটুয়াখালী মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসলে মুমুর্ষু অবস্থায় রুস্তম মাঝি ও মালিকাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হামসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে মালিকা ও রুস্তম মারা যায়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামের জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাফেজ মুন্সী ও রাবেয়া বেগম নামের দুই জনকে হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।
×