ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

প্রকাশিত: ০১:১৫, ৫ মে ২০১৬

শাহজালালে ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি স্বর্ণের বারসহ আল আমিন (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল। বুধবার রাত পৌনে ৯টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দলের এএসপি রেজাউল করিম জানান, মালয়েশিয়া থেকে আগত এমএইচ১১২ বিমানে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে আল আমিন। পরে প্রিভেন্টিভ দলের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত বারগুলোর ওজন প্রায় ৭শ’ গ্রাম। একেকটি বার ১০০ গ্রাম ওজনের। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় ৩৫ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রী পেটের ভেতরে করে ৮টি স্বর্ণের বার নিয়ে আসেন। পরে স্বর্ণের বারগুলো প্রসব করেন তিনি! এঘটনায় শাহিন মোল্লা নামে ওই যাত্রীকে আটক করা হয়।
×