ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বিআরটিএ’কে নির্দেশ

প্রকাশিত: ০০:০০, ৫ মে ২০১৬

সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বিআরটিএ’কে নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সড়ক-মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’কে দেশব্যাপি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বৃহস্পতিবার মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যাটারিচালিত রিকশাসহ অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান প্রত্যক্ষ করেন। এসময় ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে বেশকিছু ব্যাটারিচালিত রিকশা আটক এবং ব্যাটারি জব্দ করা হয়। মন্ত্রী বলেন, অননুমোদিত এবং নন-মোটরাইজ্ড যানবাহন ব্যাপকহারে সড়ক-মহাসড়কে চলাচল করছে। সর্বাত্মক অভিযানের মধ্যদিয়ে এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। এ লক্ষ্যে বিআরটিএ’র মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি এসময় জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশা একদিকে সড়ক-মহাসড়কের দুর্ঘটনার কারণ হচ্ছে অপরদিকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে। তিনি বলেন, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটিসহ অন্যান্য অননুমোদিত যানবাহন বন্ধে মহামান্য হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। এছড়া জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলেরও সিদ্ধান্ত রয়েছে। অভিযান পরিচালনাকালে বিআরটিএ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×