ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজামীর মৃত্যুদন্ড বহাল থাকায় ওয়ার্কার্স পার্টির সন্তোষ প্রকাশ

প্রকাশিত: ২৩:৫৩, ৫ মে ২০১৬

নিজামীর মৃত্যুদন্ড বহাল থাকায় ওয়ার্কার্স পার্টির সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ কুখ্যাত যুদ্ধাপরাধী, আলবদর নেতা ও জামায়্তা ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদন্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ঊৃহস্পতিবার এক বিবৃতিতে এ রায়ে সন্তোষ প্রকাশ করে নের্তৃবৃন্দ বলেছেন, এ রায় জাতির কাছে কাঙ্খিত ছিল। এর মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণশোধের পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের প্রতিটি ধাপে জামায়াত নেতাদের অপরাধের সাজা প্রদানকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট একাত্তরের যুদ্ধাপরাধের জন্য সংগঠন হিসেবে জামাতে ইসলামী এবং তৎকালীন ইসলামী ছাত্র সংঘ (বর্তমান ছাত্র শিবির) কে অপরাধী সাব্যস্ত করেছেন। ফলে সংগঠন হিসেবে জামাত-শিবিরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এ ব্যাপারে অহেতুক কালক্ষেপন দেশের জন্য সাম্প্রদায়িক জঙ্গিবাদের হুমকি আরো বাড়িয়ে দেবে। বিবৃতিতে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গণসংগ্রাম অব্যাহত রাখার অঙ্গিকার পুনব্যক্ত করা হয়।
×