ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভ্রাম্যমান আদালতে ১ যুবকের কারাদন্ড

প্রকাশিত: ২২:৫৭, ৫ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভ্রাম্যমান আদালতে ১ যুবকের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১ যুবককে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, রানীশংকৈল উপজেলার বনগাঁওয়ে আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে বনগাঁও গ্রামের নাসিরুলের ছেলে ইউসুফ আলী (২৩) দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা না হওয়ায় স্কুল ছাত্রীর বাবা জুলফিকার আলী স্থানীয় প্রশাসন কে বিষয়টি অবহিত করেন। বৃহস্পতিবার পুলিশ ইউসুফকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি মাশফাকুর রহমান এর সামনে হাজীর করে। সাক্ষী প্রমাণের পর প্যানেল কোটের ২০৯ ধারা মতে আদালত অভিযুক্তকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
×