ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার দারিয়াপুরে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৬, ৫ মে ২০১৬

গাইবান্ধার দারিয়াপুরে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুরসহ ওই গোটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভূক্ত এলাকায় সীমাহীন বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বৃহস্পতিবার ঘন্টব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পল্ল¬ী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের আহবানে দারিয়াপুর বাজার সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এই মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পল্ল¬ী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা কৃষকলীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, পরিতোষ কুমার বটু, আব্দুর রাজ্জাক রেজা, মোস্তাফিজুর রহমান মুকুল, জামিল উদ্দীন, কামরুল হাসান, জুয়েল, সিপু প্রমূখ। বক্তারা অবিলম্বে পল্ল¬ী বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধ, ব্যাংকে বিদ্যুৎ বিল প্রদানে গ্রাহক হয়রানী ও বিলের রিডিং তৈরীতে ব্যাপক অননিয়মের প্রতিবাদ জানান এবং প্রতিকার দাবি করেন।
×