ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরলেন কেইসিকও, ট্রাম্পের পথ সুগম

প্রকাশিত: ২০:৩২, ৫ মে ২০১৬

সরলেন কেইসিকও, ট্রাম্পের পথ সুগম

অনলাইন ডেস্ক ॥ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা করতে না পেরে মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন কেইসিক। এতে করে রিপাবলিকানদের মনোনয়ন পেতে কার্যত আর কোনো বাধা রইল না ট্রাম্পের সামনে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কলম্বাসে মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কেইসিক। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি প্রচারাভিযান শেষ করে দিচ্ছি। তবে মনে গভীর বিশ্বাস আছে, সামনের দিনগুলোতে ঈশ্বর আমাকে সঠিক পথ দেখাবেন।’ বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত শুধু নিজের রাজ্যেই জয় পেয়েছেন জন কেইসিক। তবে জুলাই মাসে রিপাবলিকান পার্টির সম্মেলনে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করার পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু সরে দাঁড়ানোয় এখন আর সে সুযোগ নেই। কেইসিকের একদিন আগে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের আরেক প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে ট্রাম্পের মনোনয়ন পাওয়া এক রকম নিশ্চিত হয়ে গেছে। সামনে আছে একটি আনুষ্ঠানিকতা। চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় রিপাবলিকানদের সম্মেলনে এক হাজার ২৩৭ ডেলিগেটের ভোট প্রয়োজন হবে ট্রাম্পের। প্রয়োজনীয় ভোট পেলেই তিনি হয়ে যাবেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী। চূড়ান্ত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে পারেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন। অবশ্য ইন্ডিয়ানা রাজ্যেরই প্রাইমারি ভোটে বার্নি স্যান্ডার্সের কাছে হেরে গেছেন তিনি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হিলারি ক্লিনটন বলেছেন, ট্রাম্প নেতিবাচক এবং উসকানিমূলক প্রচারণা চালাচ্ছেন। শুরু থেকেই অভিবাসী এবং মুসলিমদের সম্পর্কে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া হিলারি ক্লিনটন সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেও বিতর্ক সৃষ্টি করেন তিনি।
×