ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টিপাত বাড়াতে কৃত্রিম পর্বত বানাবে দুবাই

প্রকাশিত: ২০:২১, ৫ মে ২০১৬

বৃষ্টিপাত বাড়াতে কৃত্রিম পর্বত বানাবে দুবাই

অনলাইন ডেস্ক ॥ বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে দুবাই কৃত্রিম পাহাড় বানাবে। মরুভূমির এই দেশটিতে কৃত্রিম পাহাড় সেখানে বৃষ্টিপাতে বাধ্য করবে, এমনটাই আশা কর্তৃপক্ষের। ব্রিটেনে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, ক্লাউড-সিডিংয়ের মাধ্যমে আবহাওয়াকে এমনভাবে পরিবর্তন করা হয় যেন সেই বিশেষ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। তাই দুবাই এবার এই ক্লাউড সিডিং করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা সংস্থার বিজ্ঞানীদের সহায়তায় দুবাই এই বড় প্রকল্পে হাত দিয়েছে। যদিও গবেষণাটি আপাতত প্রাথমিক ধাপে রয়েছে। বিজ্ঞানীদের দলটি তাদের এই গবেষণার জন্য উপযুক্ত জায়গা হিসেবে দুবাইকেই পছন্দ করেছে। পাহাড়টি ঠিক কত বড় এবং চওড়া হওয়া ‍উচিৎ তা নিয়ে এখন চলছে চিন্তা-ভাবনা। এই প্রকল্পের একজন বিশেষজ্ঞ রলফ ব্রুন্টেজেস এরাবিয়ান বিজনেসকে বলেন, ‘একটি পাহাড় তৈরি করা অত সহজ কাজ নয়। আমরা এখনও বিষয়টি শেষ করতে ব্যস্ত আছি। তাই আমরা উচ্চতা, প্রশস্ততা ও জায়গা নিয়ে কাজ করছি। স্থানীয় আবহাওয়াবিদদের সঙ্গেও বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে।’ খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্পটি যদি সরকার মনে করে খুব বেশি ব্যয়বহুল তবে তা আর সামনে আগাতে পারবে না। কিন্তু এর ফলে সুদূর ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তারা ধারণাপ্রাপ্ত হয়েছে। পরবর্তী ধাপে গেলে কাজটি করবে প্রকৌশলীরা। তখন দেখা যাবে এটা করা আসলেই সম্ভব কি না।’ আবহাওয়া পরিবর্তনে ক্লাউড সিডিং প্রকল্পের জন্য সংযুক্ত আরব আমিরাত শুধু গত বছরই ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার খরচ করেছিল।
×