ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে ফিরেছে পুঁজিবাজার

প্রকাশিত: ১৯:৫৪, ৫ মে ২০১৬

সূচকের উত্থানে ফিরেছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিন পরেই আবার মূল্য সূচকের উত্থানে ফিরেছে পুঁজিবাজার। বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টি কোম্পানির। আর দর কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৯ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান লেনদেন চলছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
×