ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ভোট দিচ্ছেন ‘ছিটে’র বাসিন্দারা

প্রকাশিত: ১৯:৩৭, ৫ মে ২০১৬

প্রথম ভোট দিচ্ছেন ‘ছিটে’র বাসিন্দারা

অনলাইন ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ অর্থাৎ শেষ দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার । স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাজ্যের দুই জেলার ২৫টি আসনের বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা। এ দফার নির্বাচনে কোচবিহারের ৯টি ও পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনে মোট ১৭০ প্রার্থী রয়েছেন। এই দুই জেলায় মোট ভোটার সংখ্যা ৫৮ লাখের বেশি। ৪ এপ্রিল প্রথম দফা ভোটগ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন শুরু হয়। গত সব ক’টি পর্বের মতো শেষ দফাতেও শান্তিপূর্ণ ভোট করতে প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। দুই জেলার বিভিন্ন আসনের কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। চলছে টহলদারি ও তল্লাশি। নামানো হয়েছে ৩৮ হাজার কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকছে সাড়ে ৭ হাজার পুলিশ। ৬০০টি মোবাইল ভেহিকেল টহল দিচ্ছে এসব নির্বাচনী এলাকায়।
×