ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইউনিয়ন নির্বাচন নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

প্রকাশিত: ১৯:২৪, ৫ মে ২০১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইউনিয়ন নির্বাচন নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ইউনিয়ন নির্বাচন নিয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু ফলসী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত ও আওয়ামী লীগ বিদ্রোহীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আজ বৃস্পতিবার সকালে বড়ফলসী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফলসী গ্রামের আতিয়ার রহমানের ছেলে টিটো মন্ডল (৩৫), মজিবর রহমানের ছেলে আহসান আলী (৪৮), আব্দুস সোবহানের ছেলে গমির আলী (২৫), সাব্দার মন্ডলের ছেলে ভুট্ট্রো (৩৫), আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), বিপুল হোসেনের ছেলে আশিক হোসেন (২৫), আজগর আলীর ছেলে ইছাহক আলী (৪০), আব্দুল মজিদের ছেলে জামিল হোসেন (৪৫) ও মোলার উদ্দিন (২৭)সহ ১৫ জনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ।
×