ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুদকের সঙ্গে এপিজি প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: ০৮:২১, ৫ মে ২০১৬

দুদকের সঙ্গে এপিজি প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের অগ্রগতি মূল্যায়নে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে ঢাকায় আসা প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে দিনভর দুদক কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক করেন দুদকের এন্টি-মানিলন্ডারিং শাখার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে দুদকের মানিলন্ডারিং শাখার কাছে পূর্ববর্তী বেশ কিছু বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়। এর আগে তারা বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ), কাস্টমস কর্তৃপক্ষ, বিএসইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দুদক সূত্রে জানা যায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশ কতটা ঝুঁকিতে রয়েছে সে বিষয়ে মূলত মূল্যায়ন করবে এপিজি। এ মূল্যায়নের ওপর ভিত্তি করে আগামী জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠেয় এপিজির বার্ষিক সভায় বাংলাদেশ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ যেন ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত না হয় সে জন্য নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে দুদকের মানিলন্ডারিং শাখার পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী বলেন, এবারের সফরে এপিজি দুদকের কাছে বেশকিছু ফলোআপ বিষয়ে জানতে চেয়েছে দুদকের কাছে। দুদকও তাদের চাহিদাকৃত নানা প্রশ্নের উত্তর লিখিত আকারে এপিজি টিমকে দিচ্ছে। এরপর সর্বশেষ পুনরায় বিএফআইইউ, এটর্নি জেনারেল, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিআইডি ও শুল্ক গোয়েন্দাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
×