ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টানা চার জয় পেল প্রাইম দোলেশ্বর ॥ ভিক্টোরিয়াকে প্রথম হারের স্বাদ দিল আবাহনী ॥ সাব্বির ও ইমতিয়াজের শতক ॥ মাহমুদুল্লাহর ৫ ও সিলভার ৬ উইকেট শিকার

শেখ জামালকে ১১৩ রানে হারাল প্রাইম ব্যাংক

প্রকাশিত: ০৭:১৩, ৫ মে ২০১৬

শেখ জামালকে ১১৩ রানে হারাল প্রাইম ব্যাংক

স্পোর্টস রিপোর্টার ॥ তিন নম্বরে যে সাব্বির রহমান রুম্মনই সেরা, তা আবারও প্রমাণ করলেন। টি২০তে সেই যোগ্যতা এরই মধ্যে দেখিয়েছেন। দারুণ ফর্মেও আছেন। ওয়ানডেতে জাতীয় দলের হয়ে তিন নম্বরে খেলার সুযোগ না পেলেও, ঢাকা লীগের মাধ্যমে যেন সেই স্থানটিরও দাবিদার হয়ে উঠলেন। এ পজিশনে যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বুধবার শতক করলেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। তাতে করে শেখ জামালকে ১১৩ রানের বড় ব্যবধানে হারাল প্রাইম ব্যাংক। প্রাইম দোলেশ্বর যেন এবার উড়ছে। ইমতিয়াজ হোসেনের শতকে ব্রাদার্স ইউনিয়নকে ৭ উইকেটে হারিয়ে টানা চার জয় তুলে নিয়েছে দলটি। লীগের চতুর্থ রাউন্ডে খেলতে নামার আগে গত তিন ম্যাচে হারের স্বাদ পায়নি ভিক্টোরিয়া। অবশেষে লীগের সেরা দল আবাহনীই সেই স্বাদ দিল ভিক্টোরিয়াকে। ৯ রানে জিতে তৃতীয় জয় পেল তামিম ইকবালের আবাহনী দলটি। বুধবার ব্যাটসম্যানদেরই জয় হলো। প্রাইম ব্যাংকের সাব্বির ও প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ শতক করলেন। জয়ও পেলেন। কিন্তু শেখ জামালের মাহমুদুল্লাহ ৫টি ও ভিক্টোরিয়ার চাতুরাঙ্গা ডি সিলভা ৬ উইকেট শিকার করেও জয়ের দেখা পাননি।
×