ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুরনো চেহারায় পুঁজিবাজার

প্রকাশিত: ০৬:৫৬, ৫ মে ২০১৬

পুরনো চেহারায় পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক দিনের সূচকের বড় ধরনের উলম্ফনের পরদিনই পুরনো চেহারায় ফিরে এসেছে পুঁজিবাজার। সোমবারে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার বিষয়ে স্পষ্টীকরণের পরদিন সূচক বাড়ে ১শ’ পয়েন্ট। ঠিক একদিন পরেই উল্টো রথেই মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও কমেছে। দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানির। মঙ্গলবারে যেমনটা উৎফুল্লতা দেখা গিয়েছিল বিনিয়োগকারীদের মাঝে তা বুধবারে এসে মিলিয়ে গেল। বাজার সংশ্লিষ্টরা এত দিন ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় নিয়ে কথা বললেও বুধবারে বলছেন, বিনিয়োগকারীদের বড় একটি অংশই বাজার পর্যবেক্ষণ করছেন। সেই সঙ্গে নতুন ফান্ড বাজারে না আসাকেই কেউ কেউ দুষছেন। সর্বোপরি বিনিয়োগকারীদের হারানো আস্থাকে দায়ী করছেন অনেকেই। উল্লেখ্য, বেশ কিছুদিন টানা দরপতনের পর মঙ্গলবার সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছিল পুঁজিবাজারে। তবে এই উত্থান বেশি দিন স্থায়ী হলো না বাজারে। এক দিন না যেতেই পতনে রূপ নিল বাজার। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা বা ১ শতাংশ কম। এ বাজারে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৮৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৪১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, লিন্ডে বিডি, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ফারইস্ট নিটিং, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও ডরিন পাওয়ার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি লাইফ, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, প্রাইম টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, ফার ইস্ট নিটিং, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সামিট পোর্ট এলায়েন্স, লিন্ডে বিডি, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড ও বিএসআরএম লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : অলটেক্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, আমান ফিড, সিএমসি কামাল, আইএসএন, আরএকে সিরামিক, জেমিনি সি ফুড, সাফকো স্পিনিং, সালভো কেমিক্যাল ও ফেডারেল ইন্স্যুরেন্স। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ১০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ, ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও স্কয়ার ফার্মা।
×