ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশী ব্যাংকের আয়কর ৪৫ শতাংশ করার প্রস্তাব

প্রকাশিত: ০৬:৫৫, ৫ মে ২০১৬

বিদেশী ব্যাংকের আয়কর ৪৫ শতাংশ করার প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির নয় এমন বিদেশী ব্যাংকের আয়কর সাড়ে ৪২ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ কারার প্রস্তাব করেছে দ্য ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমবিএ)। তবে দেশীয় তফসিলী ব্যাংকের আয়কর ৪০ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় আইসিএমবিএ সভাপতি আরিফ খান এ প্রস্তাব দেন। প্রস্তাবনায় বলা হয়, বিদেশী ব্যাংকগুলো দেশে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা মুনাফা করছে। কিন্তু তারা এখন পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। তারা তালিকাভুক্ত হলে দেশের মানুষ উপকৃত হবে। এজন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন ব্যাংকগুলোর কর ব্যবধান বাড়ানোর প্রস্তাব করে সংগঠনটি। প্রস্তাবে আরও বলা হয়, বর্তমানে এক লাখ টাকার জমি, বিল্ডিং অথবা এ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশনের সময় বাধ্যতামূলকভাবে ই-টিআইএন করতে হয়। সেখানে সব এলাকার ক্ষেত্রে এক লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ করার প্রস্তাব দেয়া হয়। একই সঙ্গে পণ্য ক্রয়ের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়। কারণ হিসেবে বলা হয়, পৃথিবীর বেশিরভাগ দেশে এসব ক্ষেত্রে ক্রয়ের ওপর ৫ থেকে ১০ শতাংশ ভ্যাট নিয়ে থাকে। বর্তমানে ব্যাংকগুলোর সুদহার কমে গেছে। তাই বিনিয়োগকারীদের শেয়ারবাজারে আকৃষ্ট করতে করমুক্ত লভ্যাংশের সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়ানো প্রয়োজন। এ সীমা বাড়ানো হলে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা শেয়ারবাজারে আসতে আগ্রহী হবে। এনবিআরের সদস্য (আয়কর নীতি) ইকবাল পারভেজ প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন।
×