ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এআইবিএলের ‘অদ্ভুত আইন’!

প্রকাশিত: ০৬:৫৫, ৫ মে ২০১৬

এআইবিএলের ‘অদ্ভুত আইন’!

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও কোম্পানি আইনে উল্লেখ না থাকা সত্ত্বেও নতুন একটি আইন পাস করেছে বেসরকারী খাতের আল আরাফা ইসলামী ব্যাংক। নতুন এ আইনে ১০ শতাংশ শেয়ার বিক্রির বিপরীতে ২ জন পরিচালকের পদ দেয়ার কথা বলা হয়েছে। এতে ২ পরিচালকের প্রত্যেকেরই ভেটো অর্থাৎ হ্যাঁ বা নাসূচক ভোট দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। অর্থাৎ এরা যে কেউ একজন ভেটো দিলে পর্ষদের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও অপসারণ করতে পারবেন। পর্ষদ সভায় সুকৌশলে এমন আইন অনুমোদন নিয়ে নেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যাংকের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানকে ফোনে পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী জনকণ্ঠকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও কোম্পানি আইন ব্যতিরেকে কোন ব্যাংকের নতুন আইন করার সুযোগ নেই।
×